কবিতা - 'উচাটন'
কলমে - রীতা রয়।
আদ্যোপান্ত -কাটাকুটির সহজ প্রশ্ন দহনে-
পথটুকু তাই পড়তে পারো সহজ সরল মননে।
সুবাসে তাপিত মরনের কালে হুলুস্থুলু চাঁপাফুলে-
ভায়োলিনের ব্যাকুল ব্যাথা মেঘ ও ভাসে হিল্লোলে।
ঘুমিয়ে থাকো, অশ্রু জমুক- ক্লান্ত হোক দেহ মন,
ইচ্ছেগুলো বিলীন হোক- তৃপ্তি দেখুক ক্ষুধার্ত ক্ষন।
খুঁজবে কারা? এই পৃথিবী! সে-ও স্বজনহারা -
মনের ঘরে ঢুকতে হবে, স্বপ্নের চুপ কথারা।
আত্মহারা আস্তরণে বিবর্তিত অপরাহ্নে রাঙামুখীর বাঁক-
প্রস্তরতম শুকনো ব্যাথা কাঁচামিঠের রূপক রাশির বৈপরীত্য পাক!
মরণজয়ী বিতৃষ্ণা আর স্পর্ধাকারী চাঁদ,
বেপরোয়া বিকারগ্রস্ত উলঙ্গ আবডাল।
তিলোত্তমায় ঘোমটা টানা উচাটন আর কাঁটা,
মন্দ ব্যাধির বন্ধ বেলায় নীলচে দীঘির ভাটা।
নিভৃত সাঁঝ বেলায় মাঠে- সহজীয়া সুখে-
লাল-সোনালী সূর্য শিখর অস্থির নিকষে।
একাকিত্বের বিপন্নতায় অন্ধকার ও কাঁদে,
অতীন্দ্রিয় হৃদয় দোলে অহংকার আর ফুটপাতে।
সাঁঝের সুরে শুন্য হৃদয় মোচড় দিয়ে ভাসে,
শেষ প্রহরের প্রেম-ধ্বনী কুসুম আকাশে।
অমৃত মেঘ মল্লিকা আর বৈশাখী প্রতিমা-
লাল পলাশের কাটবে নেশা তন্দ্রাহারা আঙীনায়।
সপ্তরত্নে হৃদয় কমল পতঙ্গ আর ধুসর প্রীতে-
আঁকড়ে বাঁচি খড়কুটো আর সুদীর্ঘতার শ্বেতবেলাতে ||
°°°°°°°°°°°°°°°