হঠাৎ এক সন্ধ্যাতে

12 4 0
                                    

সালটা ২০৩৪।
আমি বৃষ্টিভেজা রাস্তায়, সন্ধেবেলা । অফিস ফিরতি পথে হাতে কয়েকটা লাল গোলাপ নিয়ে । এটা আমার একটা ম্যানিয়া । লাল গোলাপ দেখলে আমি না কিনে থাকতে পারি না। হঠাৎ কিছুটা দূরে আবছায়া আলো-আঁধারিতে মনে হল কেউ একজন কাকে যেন খুঁজে খুঁজে ফিরছে । সামনে এগিয়ে বুঝলাম সদ্য কৈশোর থেকে যৌবনে পা রাখা একটা মিষ্টি মেয়ে। প্রশ্ন করলাম, "কী খুঁজছ ?" পেছন থেকেই একটা ছবি আমার হাতে বাড়িয়ে দিয়ে বলল, "একে কোথাও দেখেছো?" ছবিটা দেখে চমকে উঠলাম । এতো সে, যার কথা ভেবে আমি আজও গোলাপের মায়া কাটাতে পারিনি। যদি সে আসে... যার অপেক্ষায় আজও আমি দিন গুনি...। আমি জিজ্ঞেস করলাম,"এ তোমার কে হয়? কেন খুঁজছ তাকে?" পেছন ফিরেই বলল, "বারে, আমার মানুষ টা হারিয়ে গেছে, খুঁজব না !" আমি খিলখিলিয়ে হেসে উঠে বললাম,"তাই নাকি ?" সে একটু কান্না কান্না গলায় বলল, "প্লিজ, দাওনা খুঁজে, আমার বড্ড একা একা লাগছে।" মেয়েটার গলার স্বরটা বড় চেনা চেনা লাগলো যেন ! বললাম, "আমিও তো তাকেই খুঁজে খুঁজে ক্লান্ত, তবুও আজও তো পেলাম না"। হঠাৎই মুখোমুখি ঘুরে দাঁড়ালো মেয়েটা । তাকিয়ে দেখলাম এতো অষ্টাদশী আমিই । একটা তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেলো । মাথায় মধ্যে অনুভব করলাম অসহ্য যন্ত্রণা। চোখের সামনে অন্ধকার নেমে আসার ঠিক পূর্ব মুহূর্তে, দেখলাম প্রায় মিলিয়ে যাওয়া আমার ছোটোবেলার ঠোঁট দুটো অল্প একটু কেঁপে উঠলো, শুনতে পেলাম,"𝑴𝒐𝒕𝒉 𝒘𝒂𝒏𝒕𝒆𝒅 𝒕𝒐 𝒓𝒆𝒂𝒄𝒉 𝒕𝒉𝒆 𝒎𝒐𝒐𝒏..."

"অন্বেষণে তার..."Tahanan ng mga kuwento. Tumuklas ngayon