ধীরে ধীরে লিকারটা ঠেকছে তলানিতে
বাইরে মাতাল বন্ধুদের উদ্দমতা|
না: ! কিছুই ভালো লাগছে না,
যা অবশিষ্ট আছে সেটার কি হবে?
ঘর থেকে তাগাদা এসেছে বেশ কয়েকবার,
মনের মধ্যে কত চরিত্র মাতলামি জুড়েছে
এখন| মাঝে মাঝে তাই নিজেকে সেই
দুমুখো বকের মত মনে হয়|
মনের মধ্যে যে চরিত্র গুলো সারাদিন
খুনশুটি করে; তাদেরকে এক ঘায়ে
করে দিই সাবাড়।
বোতলের অবশেষ হল নি:শেষ (জেনেও)
গ্লাসে আবারও বরফ পড়েছে।
খালি বোতলটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে,
ঠিক অমার মতো ।
বেশ শীত করেছে, কি মাস যেন এটা -
বোশেখ ! না ফাগুন! না না কার্তিক।
ও তাহলে তো গরম লাগার কথা!
সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে
পাশে রাখা ফোন টা আবারও
বেজে উঠল; বোধ হয় ঘরে ফেরার ডাক।
খুব শীত লাগছে - ঐ তো পাশেই বোতোলটা|
ওটাকে আকড়ে ধরি, যদি গরম দেয় ।