এক দেশে দুটি গরু ছিল

79 0 0
                                    

সমাজতন্ত্রঃ আপনি একটি গরু রাখতে পারবেন এবং অন্যটি আপনার প্রতিবেশীকে দিয়ে দিতে হবে।

সাম্যবাদঃ সরকার দুটি গরুই নিয়ে নেবে এবং আপনাকে নিয়মিত দুধ সরবরাহ করা হবে।

কঠোরপন্থীঃ সরকার দুটি গরুই নিয়ে নেবে এবং আপনার কাছে এদের দুধ বিক্রয় করবে। কূটনৈতিকঃ সরকার দুটোই নিয়ে নেবে। একটি মেরে ফেলবে, অন্যটি থেকে দুধ দোয়ানো হবে। ওই দুধের মূল্য আপনাকে দেওয়া হবে, অতঃপর সেই দুধ নষ্ট করা হবে।

পূঁজিবাদঃ আপনাকে একটি গরু বিক্রয় করে একটি ষাঁড় কিনতে বাধ্য করা হবে। করপোরেটনীতিঃ একটি বিক্রি করা হবে এবং অন্যটিকে দুই গরুর সমপরিমাণ দুধ প্রদানের জন্য বাধ্য করা হবে। অতঃপর গরুটি মারা গেলে দারুণ অবাক হবে!

গণতন্ত্রঃ সরকার আপনার ওপর কর আরোপ করবে এই শর্তে যে আপনি অবশ্যই দুটো গরুই বিক্রি করে কর প্রদান করবেন। এ আদায়কৃত কর বিদেশে অবস্থিত একটি লোকের জন্য ব্যয় করা হবে, যার একটি গরু রয়েছে এবং তা এই সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।

নাৎসিনীতিঃ রাষ্ট্র দুটি গরু জোরপূর্বক নিয়ে নেবে এবং আপনাকে গুলি করে মেরে ফেলা হবে।

এখন দেখা যাক বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে কী দাঁড়ায়-

জাপানঃ গরুগুলোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আকৃতি দশ ভাগের এক ভাগ নামিয়ে আনা হবে এবং বিশ গুণ বেশি দুধ প্রদানে সক্ষম করা হবে। তারপর তারা গরুগুলোর একটি মজার কার্টুনচিত্র ‘কাউকিমন’ তৈরি করে সারা বিশ্বে বাজারজাত করবে।

রাশিয়াঃ গরুগুলো গুনবে এবং দেখবে পাঁচটি গরু আছে। গরুগুলো আবার গুনবে এবং দেখবে পঁচিশটি গরু আছে। গরুগুলো আবার গুনবে এবং দেখবে দুটি গরু আছে। গণনা থামিয়ে আরেক বোতল ভদকা খুলবে।

চীনঃ দুটি গরুর দুধ দোয়ানোর জন্য ৩০০ জন লোক কাজ করবে। সর্বোচ্চ উৎপাদনশীলতা ঘোষণা করা হবে এবং বলা হবে যে কেউ এখানে বেকার নেই। অতঃপর যে সাংবাদিক সঠিক তথ্য তুলে ধরবেন, তাঁকে আটক করা হবে।

ভারতঃ দুটি গরুকে অনেকেই ভক্তি নিবেদন করবে।

পাকিস্তানঃ দুটি গরু থাকা সত্ত্বেও তারা দাবি করবে ভারতের গরুগুলো তাদের। সেই গরুগুলো নিজেদের কবজায় আনতে তারা আমেরিকার অর্থনৈতিক সাহায্য, চীন থেকে সমরাস্ত্র, ব্রিটেন থেকে রণকৌশল, ইতালি থেকে সন্ত্রাস, জার্মান থেকে প্রকৌশলবিদ্যা, সুইজারল্যান্ড থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবে।

আমেরিকাঃ দুটি গরুকে গাধার মতো খাটানো হবে। জোরপূর্বক দুধ দোয়ানো হবে এবং যখন গরুগুলো মারা যাবে তখন এর দায়ভার চাপানো হবে এমন একটি রাষ্ট্রের ওপর, যাদের অনেক গরু রয়েছে এবং দাবি করা হবে ওই জাতি বিশ্বের জন্য হুমকিস্বরূপ। অতঃপর সেই জাতির বিরুদ্ধে যুদ্ধ করে বিশ্বকে বাঁচানো হবে এবং সব গরু নিয়ে নেওয়া হবে।

যুক্তরাজ্যঃ দুটি গরুরই ম্যাড কাউ রোগ হবে। জার্মানঃ ইঞ্জিনিয়ারিং করে গরুর আয়ু ১০০ বছর বৃদ্ধি করা হবে, তারা মাসে একবার খাবে এবং নিজেরাই দুধ দোয়াবে।

সুইস (সুইজারল্যান্ড)ঃ আরও ৫০০ গরু আনা হবে, যার একটিরও মালিক তারা নয় এবং এই গরু দেখাশোনার জন্য গরুর মালিককে চার্জ করা হবে।

বাংলাদেশঃ হরতাল, ধর্মঘট হবে, রাস্তা অবরোধ করা হবে-এক দফা এক দাবি হবে-আমাদের আরেকটি গরু দিতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৬, ২০০৯

রম্য রচনা সংগ্রহ ২Where stories live. Discover now