জল উত্তাপে বাষ্প হলে কি জল থাকে না?
রাগ তেমন বাষ্পীয় ভালবাসা। চাওয়া থেকে,অধিকারবোধ থেকে রাগ আসে। রাগ হওয়া মানে ভালবাসা কমে যাওয়া না। শুধু ভৌতিক রূপ পালটানো,রাসায়নিক বৈশিষ্ট্য ঠিকই থাকে। মিটমাট হলে জমাট বাঁধা মেঘ বৃষ্টি হয়ে ফের আগের রূপে চলে আসে।
এই মেঘ যদি কেউ না ঝরায়, তাহলে উত্তাল বাতাসে দূরে ভেসে চলে যাবে।
আর রাগও আসবে না।
অভিমানে উত্তাপে ভালবাসাজল বাষ্প হবে না।সেদিন বেখেয়ালি দেখবে তার আকাশে প্রচণ্ড রোদ।
ভাববে কোন এক অসাবধানের ছিদ্র গলে অযত্নে অলক্ষ্যে সব ভালবাসাজল ফোঁটায় ফোঁটায় গড়িয়ে নেই হয়ে গেছে...সে বুঝবে না, ভাববেও না...মেঘগুলো সে ঝরায় নি বলে কই চলে গেল...