খাদ

519 16 4
                                    

বেখেয়ালি কি জানে ভালবাসা অক্সিজেনের মত?

অম্লজান বা অক্সিজেন কী? বাতাসের বর্ণহীন, গন্ধহীন একটি উপাদানমাত্র। কিন্তু এই অক্সিজেন যতক্ষণ নিঃশ্বাস যোগাচ্ছে,ততক্ষণ এর উপস্থিতি টের পাওয়া যায় না,কিন্তু যেই মুহূর্তে ফুসফুসে এর প্রবাহ বন্ধ হয়ে যায়,শরীরের প্রতিটি কোষ অভাবের তীব্র হাহাকারে নীল হয়ে যায়। ভালবাসাও তেমনি। অভাব বোধ না হওয়া পর্যন্ত টের পাওয়া যায় না যে কী পাচ্ছিলাম!

এত কিছুর পরও কোন মানুষ শতভাগ অক্সিজেন গ্রহণ পারে না। পারবে না।
নিঃশ্বাসের সাথে যে বাতাস নেওয়া হয়, তাকে যদিও 'অক্সিজেন' বলা হয় কিন্তু বাস্তবে সেই বাতাসে অক্সিজেন থাকে মাত্র ২০.৯৫% এর মত। বাকী ৭৯.০৫% এর ৭৮%ই নাইট্রোজেন আর বাকীটা জুড়ে অন্যান্য বিভিন্ন গ্যাস।

অক্সিজেন পোড়ায়। প্রচন্ড দাহ্যতা এর। এক নিঃশ্বাসে ২১% এর বেশি ফুসফুসে নিলেই পুড়ে খাক হয়ে যেতে হবে। ৭৮% নাইট্রোজেনের এখানে বড় দরকার, অক্সিজেনের ঘনত্ব কমানোর জন্য।

ভালবাসা অক্সিজেন হলে নাইট্রোজেন বন্ধুত্ব। তীব্র দাহ্য প্রাণদায়িকা ভালবাসা যখন নরম হৃদপিন্ডটাকে গনগনে আঁচে জ্বালাতে-পোড়াতে থাকে,তখন বন্ধুত্ব উত্তাপ কমায়।  আবেগের ঘনত্ব কমিয়ে সহনীয় করে। পুড়তে দেয় না।...

প্রিয় বেখেয়ালি,
খাঁটি সোনার সাথে খাদ না মেলালে যেমন সে সোনা অতিদুর্বল হয়ে পড়ে, ভালবাসায়ও কিছু খাদ থাকা চাই। তীব্র কোনকিছুই ভাল না। এই খাদ পরিমিত খাদ। "বন্ধুত্ব" নামের খাদ...

মা-সন্তানের ভালবাসা,শিক্ষক-ছাত্রের ভালবাসা, লেখক-পাঠকের ভালবাসা... যেকোন ভালবাসায় একটু বন্ধুত্ব না হলে সে সম্পর্কে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। 

বেখেয়ালি বেখেয়ালে সেটা ভুলে যায়...

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 31, 2016 ⏰

Add this story to your Library to get notified about new parts!

প্রিয় বেখেয়ালিWhere stories live. Discover now