"খালামনি অল্প কিছু সময়ের মধ্যে এসে পড়বে", ১৫ বছর বয়সী মেয়েটি হেসে জবাব দিল। "এই সময়টুকু আপনি আমার সাথে গল্প করে কাটাতে পারেন।"
নাটেল সাহেব ভাবলেন খালামনি আসার আগ পর্যন্ত মজার কিছু বলে ভাগ্নি কে খুশি রাখা উচিত। কিন্তু মুখ দিয়ে সেরকম কিছু বেরোল না।তার মাথায় তখনো ঘুরছিল সম্পূর্ণ অপরিচিত লোকের বাসায় এরকম আনুষ্ঠানিক সাক্ষাৎকার তার স্নায়ুর কোনো উন্নতি করবে কিনা।
"আমি জানি করবে"। গ্রামে পথে যাত্রা শুরু করার সময় তার বোন তাকে বলেছিল। "আমি জানি সেই গ্রামে গিয়ে তুমি একাকিত্বের মাঝে ডুবে যাবে, তাতে তোমার স্নায়ুর আরও অনেক বেশী ক্ষতি হবে। তাই আমি এখানে যাদের চিনি তাদের সবাইকে চিঠি লিখে দিচ্ছি, যতদূর মনে পড়ে ওদের অধিকাংশই চমৎকার মানুষ"।
নাটেল সাহেব ভাবতে লাগলেন যে মিসেস সেপলটনের সঙ্গে তিনি বোনের চিঠি নিয়ে দেখা করতে এসেছেন তিনি কতটা চমৎকার মানুষ।
"আপনি কি এখানে অনেকেই চেনেন?" তরুণীটি জানতে চাইল। নিশ্চয়ই তার মনে হয়েছে অনেক নীরব সময় কেটে গেছে, এবার কিছু বলা উচিত।
"কাউকেই না"।নাটেল সাহেব জবাব দিলেন। "আমার বোন এখানে চার বছর আগে নান হিসেবে কাজ করতেন। উনি আমাকে চিঠি দিয়েছেন এখানকার কিছু মানুষ জনের সাথে পরিচিত হওয়ার জন্য"।
শেষ কথাটি শুনে মনে হলো লোকটি খুব অনুশোচনায় ভুগছেন।
"আপনি তাহলে আমার খালামনি সম্পর্কে কিছুই জানেন না?" তরুণীটি অবাক হয়ে জানতে চাইল।
"শুধু উনার নাম-ঠিকানা" লোকটি স্বীকার করলো।
ফ্রেমটন নাটেল ভাবছিলেন মিসেস সেপলটন বিবাহিত নাকি বিধবা? তবে বাড়ির চারপাশ দেখে মনে হচ্ছে এই বাড়িতে পুরুষ মানুষ বসবাস করেন।
YOU ARE READING
অনুবাদ গল্পসমগ্র
Short Storyবিভিন্ন সময়ে বিদেশী অনেক লেখকের লেখাই ভাল লেগে যায়। সেই ভাল লাগা থেকেই ভিনভাষার গল্পগুলোকে অনুবাদ করি।উদ্দেশ্য দুটোঃ ১. অবসরে গল্পগুলো আবার পড়া। ২. পাঠকদের প্রিয় এই লেখাগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া. প্রতিটি পর্বেই আলাদা আলাদা সম্পূর্ণ গল্প থাকবে, ইন...