Part:1

1.2K 20 2
                                    

I don't miss u
Part:1

রাত ঠিক ১২ টা ৩২ মিনিট। ফোণে মেসেজ এল একটা। ঘুম ঘুম চোখে চেক করছিলো জারা।  নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না।  ঘুমের ঘরে ভুল দেখছে নাতো। উঠে বসল।  দৌড়ে গেল বারান্দায়। চেনা মানুষটা অচেনা কিছু কথা লিখে পাঠাইছে। মেসেজটা ছিল-

" আমার চেনা সবচেয়ে ভাল একটা মেয়ে তুমি। তোমায় ভাল ও বাসি অনেক। কিন্তু অসহায় আমি। অদৃশ্য একটা শিকলে আমার হাতটা বাধা। কিচ্ছু করতে পারবনা আমি ফ্যামিলির সিদ্ধান্তের বাইরে। আমাকে ক্ষমা করো"
ভাল থাক.... "

ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ১০ টায় ও কথা হইছে ওর সাথে।  তখন তো এমন কোনো আভাস পায়নি ও।। জীবণে সবচেয়ে বেশি কেঁদেছিল জারা সেদিন।  কোথাথেকে এতো ধৈর্য আসছিল জানেনা । একবারের জন্যও কল করল না ঐ নম্বরটায়। বিশ্বাস ছিল ফির ও আসবেই। কারন  যেই পরিমাণ sacrifice করছে তাতে ও ফিরে আসবেই।  কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়েছে নিজেই জানে না।যৌথ সিদ্ধান্ত ছিল চাকরিতে জয়েনের পর আসবে বাসায়, ট্রেনিং বাকি মাত্র ৪ মাস। জারার তেমন তাড়া ছিল না বিয়ের ব্যাপারে। সবে মাত্র H.S.C পরীক্ষা দিয়েছে ও। কত স্বপ্ন ভবিষ্য নিয়ে, বিয়ে হবে খুব সাদাসিধে ভাবে। শুধু দুই পরিবারের আত্মিয়রা। চাকচিক্য ওর একদম অপছন্দ। হয়তবা এজন্যই এত ভাল বেসেছিলো ওকে।
পরের দিন সকালে ও ফোণ দিল। ও আচ্ছা ওকে তো পরিচয় করে দেয়া হয় নি।  ওর নাম জোভান। ম্যাথে অনার্স , মাস্টার্স করে পুলিশের এস.আই পদে চাকরি নিয়েছে। ট্রেনিং এ আছে রাজশাহীর সরদা একাডেমীতে।
বড্ড অভিমাণী জারা সেটা জোভানও জানে। তাই ফোণ দিতেই থাকল। কি বলবে ভাবছে জারা। আসলে ভাবছে না ও বুঝছে না কি রিয়্যাক্ট করা উচিত, ওকি রাগ করবে, বকবে ওকে,  নাকি জানতে চাইবে কেন এমন হচ্ছে...
ফোণটা রিসভ করাতে কান্না শুনতে পায় জারা
চলবে....

I don't miss uWhere stories live. Discover now