এক যে দূর্গা মর্তে আসে
করতে অসুর নাশ
আর এক দূর্গা, জীবনটা যার
বদ্ধ ঘরের বাসএক যে দূর্গা উল্লাস আনে
মণ্ডপে মণ্ডপে
আর এক দুর্গার শোক দেখেও
নীরব থাকে লোকেএক যে দূর্গা মহিষাসুর --
মর্দিনী রূপএ জাগে
আর এক দুর্গার সহস্র বাধা
এক পা চলার আগেএক দূর্গা দশভুজা
নানা অস্ত্রে সাধা
আর এক দুর্গারও দশটা হাত
তবে সব কটি হাত বাঁধাএক দূর্গা মর্ত লোকে
স্নেহ ছড়ায় মা-র
আর এক দূর্গা অনায়াসে হয়
ভ্রূণ হত্যার শিকারএক যে দূর্গা আসে নৌকায়
কিংবা হাতি বা ঘোড়ায়
আর এক দূর্গা, অসুরেরা যাকে
অ্যাসিড দিয়ে পোড়ায়এক যে দূর্গা, আগমনে যার
মনেতে দেয় দোলা
আর এক দুর্গার যন্ত্রনা কি
কক্ষনো যায় ভোলা?এক যে দূর্গা, মানুষেরা যাঁকে
পূজিতা করে বাঁচে
আর এক দূর্গা ধর্ষিতা হয়
অসুর দলের কাছেএক যে দূর্গা, পুজো যাহার
নেচে ওঠে মন প্রাণ
আর এক দূর্গা পায়না কোথাও
একটু যে সম্মান!আর নয় এই ঘোর অনাচার
দূর্গা দেবীর প্রতি
তুমি নতুন করে জাগো হে মা
ছড়াও নতুন জ্যোতিঅনেক হলো মাতৃ বোধন
কুমারী দের হলো পূজা
নতুন করে ঘরে ঘরে
জাগুক দশভুজা!~ Ricky
YOU ARE READING
দুই দুর্গার কাহিনী
PoetryIncreased Crimes and Violence against Women shook me so much that my 17 yo heart couldn't help but let my feelings flow through this Poem, featuring Two images of Durga -- One: Goddess Durga, whom we Worship Another: All Women out there as Durga, w...