দুই দুর্গার কাহিনী

30 4 13
                                    

এক যে দূর্গা মর্তে আসে
করতে অসুর নাশ
আর এক দূর্গা, জীবনটা যার
বদ্ধ ঘরের বাস

এক যে দূর্গা উল্লাস আনে
মণ্ডপে মণ্ডপে
আর এক দুর্গার শোক দেখেও
নীরব থাকে লোকে

এক যে দূর্গা মহিষাসুর --
মর্দিনী রূপএ জাগে
আর এক দুর্গার সহস্র বাধা
এক পা চলার আগে

এক দূর্গা দশভুজা
নানা অস্ত্রে সাধা
আর এক দুর্গারও দশটা হাত
তবে সব কটি হাত বাঁধা

এক দূর্গা মর্ত লোকে
স্নেহ ছড়ায় মা-র
আর এক দূর্গা অনায়াসে হয়
ভ্রূণ হত্যার শিকার

এক যে দূর্গা আসে নৌকায়
কিংবা হাতি বা ঘোড়ায়
আর এক দূর্গা, অসুরেরা যাকে
অ্যাসিড দিয়ে পোড়ায়

এক যে দূর্গা, আগমনে যার
মনেতে দেয় দোলা
আর এক দুর্গার যন্ত্রনা কি
কক্ষনো যায় ভোলা?

এক যে দূর্গা, মানুষেরা যাঁকে
পূজিতা করে বাঁচে
আর এক দূর্গা ধর্ষিতা হয়
অসুর দলের কাছে

এক যে দূর্গা, পুজো যাহার
নেচে ওঠে মন প্রাণ
আর এক দূর্গা পায়না কোথাও
একটু যে সম্মান!

আর নয় এই ঘোর অনাচার
দূর্গা দেবীর প্রতি
তুমি নতুন করে জাগো হে মা
ছড়াও নতুন জ্যোতি

অনেক হলো মাতৃ বোধন
কুমারী দের হলো পূজা
নতুন করে ঘরে ঘরে
জাগুক দশভুজা!

~ Ricky

দুই দুর্গার কাহিনীOnde histórias criam vida. Descubra agora