2.

151 3 3
                                    

ক্রিং ক্রিং। ক্রিং ক্রিং। ইরা ঘুম অবস্থায় ফোন ধরলো।
ইরা-হ্যালো কে?
-তুই আজকে যাবি?
ইরা-মানে? কে?
-আরে আমি মউ। আজকে কি যাবি নাকি সেটা বল?
ইরা-হাআআআ কই যাআআব?
মউ-এখনো ঘুমাচ্ছিস। উঠ। আজকে ইভান এর birthday. ভুলে গেসিস?
ইরা লাফ নিয়ে বিছানা থেকে উঠলো।
ইরা-কয়টা বাজে? Oh my god oh my god.
মউ-ইরা আমি আগে থেকেই বলে দিলাম ইভান এর গায়ে পরে একটাও কথা বলতে যাবি না খবরদার।
ইরা-আরে ধুর। নাহ।
মউ-তুই যাওয়ার জন্য মানলি কেন সত্যি করে বল তো?
ইরা-Formality আছে না একটা। তুই মানা করে দিলি তাই আমি হ্যা বলে দিলাম।
মউ- He's not the right guy for you. মাথায় রাখিস এটা।
ইরা- জানি আমি। Chill!
ইরা রেডি হচ্ছে। ইরা দেখলো রায়াত এর ফোন।
ইরা-বল।
রায়াত- তোরে নিতে আসি? একসাথে যাবি ইভানের বাসায়?
ইরা- আচ্ছা! একটু পর বের হ।
রায়াত-এত মেইকআপ করে লাভ টা কি? ছাগল কোনদিন সুন্দর হয়?
ইরা- চুপ কর। উফফ।
রায়াত হাসতে হাসতে ফোন রেখে দিল।

১ ঘন্টা পর। রায়াত মেসেঞ্জার এ ইরাকে নক দিল।
রায়াত-নিচে নাম।
ইরা- আসতেসি।

রায়াত-ইসসসস। এত সাজার কি আছে?
ইরা-তোর কি আমি সাজলে?
রায়াত-সুন্দর লাগতেসে।
ইরা অবার হয়ে বলল-কিহ?
রায়াত- কিছু না। তুই পেত্নি।
ইরা- থাম।

ইভানের বাসা।
রায়াত- দোস্ত! Happy birthdayyyyy!!!
ইভান-Thanks বন্ধু। তোর ওই ফ্রেন্ডটা আসেনাই?
রায়াত-এইজে।
ইভান-Thanks for coming ইশা।
ইরা-আমার নাম ইরা।
ইভান- অহ সরি। একদম মাথা থেকেই বের হয়ে গেসিল নাম টা। মাইন্ড করসো? haha!
ইরা- Happy birthday Evan.
ইভান- Thank you Ira.
ইভান ওর অন্য ফ্রেন্ডদের কাছে চলে গেল।
ইরা-এই রায়াত! ও আমাকে কি অপমানটা করলো দেখলি?
রায়াত- কই কি? অহ তোর নাম?
ইরা- না তো কি?
রায়াত-আরে ওর পিছে এত মেয়ে ঘুরে এত মেয়ে ফ্রেন্ড এত জনের নাম মনে রাখা যায় নাকি!
ইরা-সিরিয়াস হ একটু।
(ইভান রায়াতকে ডাকতে গিয়ে দুরের থেকে লক্ষ্য করল ইরার মেজাজ খারাপ কোনো কিছু নিয়ে ।)
রায়াত-আচ্ছা ইরা। সরি বলসে তো ভুলে যা।
ইরা- নাহ this is too much. তুই দেখিস নাই ও হাসতেসিল? He was not even sorry. আমি এখানে আর থাকবো না। আমি বাসায় গেলাম।
ইরা ঘুরে চলে যেতে লাগলো। ইভান সেটা দেখে ইরাকে আটকানোর জন্য এক দৌড় দিল। আর ইরার সামনে এসে দাড়াল।
ইভান-চলে যাচ্ছ?
ইরা- হু।
ইভান-Now don't tell me যে তোমার নাম নিয়ে misunderstanding এর জন্য এখনো মেজাজ খারাপ? Come on man!
ইরা- শুনো ইভান তোমার যদি মনে হয় আমি অন্য মেয়েদের মত তোমার পিছে পিছে ঘুরব, তোমার কোনো কথায় মাইন্ড করব না, then you are very wrong. You know what? সবাই
ঠিকি বলে। মউ। হ্যা মউ ঠিকি বলে।
ইভান- মউ? মানে! কি বলতেস তুমি? এত ছোট একটা ব্যাপার নিয়ে তুমি এভাবে scene create করতেস কেন?
ইরা- তুমি একটা বাজে ছেলে যে মেয়েদের কে নিজের পিছে পিছে ঘুরায়।
এবার ইভানের মেজাজ খারাপ হয়ে গেল।
রায়াত- ভাই ইরা তুই বাসায় যা। মউ তোর মাথা খেয়ে ফেলসে।
ইরা চলে যেতে লাগল। এবার ইভান ইরার বাম হাত ধরে টান দিল। ইরার সব চুল মুখের সামনে এসে পরল।
ইভান ইরা কে শক্ত করে ধরে ওর চুল সরাতে সরাতে বলল,
ইভান-How dare you talk to me like that? No one talks to me like that.
ইরা-ইভান ছাড়ো।
রায়াত-ছাড় ইভান। ওর দোষ না। মউ ওর মাথা খারা..
কথা শেষ না করতেই ইভান রায়াতের দিকে চুপ করার জন্য হাত দেখালো।ইরার দিকে তাকিয়ে বলল-
ইভান- আমি মেয়েদের বলি না আমার পিছে ঘুরতে। ওরা আমার পিছে ঘুরে কারণ they fucking want to.
ইরা কাদতে কাদতে বলল,
-ইভান ছাড়ো। You are hurting me.
ইভান এবার ইরাকে ছেড়ে দিয়ে রায়াত কে বলল,
-ওকে বাসায় drop করে আয়।
এরপর সবার দিকে তাকিয়ে বলল,
-The show is over people. You guys can go home.

"Worst birthday ever! এত scene create করার দরকারটা কি ছিল। কিন্তু আমিও খুব misbehave করে ফেলসি ইরার সাথে। উল্টা পাল্টা কথা বললে করবো টা কি? মেয়েটা কাদতেসিল। Whats wrong with you Evan? একবার সরি বলা উচিত ফোন দিয়ে ইরাকে।" - এসব ভেবে ইভান ফোন টা হাতে নিল।

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 20, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Mr. wrong/ মিস্টার রংগ Where stories live. Discover now