কবিতা

441 18 1
                                    

তোমার মৃদু রাগ ছিল আর আমার ছোট্ট ভুল ,
এ নিয়ে রোজ জেদপাখিরা করতো হুলুস্থুল ।
যে যার মতো রাত কাটাতাম যে যার মতো দিন ,
ইগোর ধুলোয় পড়লো চাপা ভালো থাকার ঋণ!
শীতল হাতের নরম ছোঁয়া লাগতো না আর গায়,
একই খাটে শুয়েও দুজন কী যে অসহায় !
বৃদ্ধরাতে চোখের ডালে বসতো না তো ঘুম ,
বালিশদেহে নোনা জলের বৃষ্টি হতো ঝুম ।
হঠাৎ সেদিন দালান কেঁপে খাট হলো যেই কাত ,
আমার গায়ে পড়লে হেলে রাখলে হাতে হাত ।
ভালবাসায় ভিজে গেল দুজোড়া লাল চোখ ,
অভিমানের রাতে এমন ভূমিকম্প হোক!!
April 30,2017

কিছু কথা Where stories live. Discover now