পূর্বরঙ্গ
জীবন কি?কেউ কি আমরা জীবনের সংজ্ঞা দিতে পারব???
আমার মতে,জীবন হল একটা পরীক্ষার নাম।যেখানে মহান আল্লাহ তা'আলা আমাদের পরীক্ষা নিচ্ছেন প্রতিটা মুহুর্তে।এই পরীক্ষার পাশ ফেলের উপর নির্ভর করবে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব।সেই সাথে জীবন হল খুব অনিশ্চিত এক বস্তু যেখানে মানুষ নামক প্রানীর ভালো কিছুর জন্যে অপেক্ষা করতে করতে জীবনটা কেটে যায়... হয়ত মানুষ যা চায় তাই পায়,অথবা হয়ত যা চায় তা পায় না।
জীবনে কখনো কখনো আমাদের সাথে এমন কিছু ঘটে যায় যা আমাদের কল্পনার বাহিরে,আমাদের সাথে এমন কিছু ঘটে যা আমরা চিন্তাও করতে পারি না।সেটা হতে পারে ভালো,আবার হতে পারে খারাপ।
জীবনটা আসলে কেমন? আমরা বাহির থেকে যেটা দেখি জীবনটা কি ঠিক ওইরকম??? নাকি অন্যরকম?? আমাদের আশেপাশের মানুষ গুলো কি ঠিক ওইরকম যেরকম তারা প্রকাশ করে?হয়ত তাই...হয়ত বা তাই নয়!
আমাদের এই ছোট জীবনে আমরা কত কিছুর জন্যই না প্রতিক্ষা করি!জীবন এক অনিশ্চিত বিষয় যার এক মুহূর্তেরও বিশ্বাস নেই, যে পরবর্তী মুহূর্তে কি হবে।
আবার আমাদের জীবনে অনেক মানুষ আসে যারা আসবে তা বুঝতেও পারি না,আবার অনেকে এমনভাবে চলে যায় যা আগে ভাবাও হয়নি।তাদের জীবনে আসা কিংবা চলে যাওয়া,তা আগে থেকে কখনো বোঝা যায়।জীবন এমনই, Unpredictable!
কিন্ত সবশেষে আমি এইটাই বিশ্বাস করতে হবে, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যেই করেন যদিও সেটা মেনে নিতে প্রথমে আমাদের অনেক খারাপ লাগে,তবে পরবর্তীতে বুঝতে পারি সেটাই আমাদের জন্যে সঠিক। আল্লাহই আমাদের প্রতিটা মুহূর্ত অনেক সুন্দর করে করেন আর যা করেন আমাদের এই বিশ্বাস দেয়ার জন্যেই করেন যে তার অস্তিত্ব রয়েছে এই দুনিয়াতে।আমার এই গল্পের উদ্দেশ্য থাকবে,সকলের মনে আল্লাহর নির্ধারিত ভাগ্যের উপর বিশ্বাস আনা এবং তার উপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেয়াই উত্তম।
এই গল্পের নাম "প্রতীক্ষার প্রহর"
বিঃদ্রঃ গল্পের মূল ভাবনা অন্য এক মানুষের,এমনকি এর চরিত্রায়ণ,তাদের নামকরণও তার কর্ম।দয়া করে দ্বিধান্বিত হলে আমাকে দুষবেন না 😛 বাস্তবতা আর স্বপ্নের সংমিশ্রণে এমন এক গল্প এটা যা হয়ত ভবিষ্যতে সত্যি হবে,স্বপ্নের সিঁড়িকোঠা বেয়ে রাজপুত্রের আগমন হবে বাস্তব জীবনে,ইনশাআল্লাহ❤
-@Abiar_Maria

VOCÊ ESTÁ LENDO
প্রতীক্ষার প্রহর [Completed✔]
Romanceআমাদের এই ছোট জীবনে আমরা কত কিছুর জন্যই না প্রতিক্ষা করি!জীবন এক অনিশ্চিত বিষয় যার এক মুহূর্তেরও বিশ্বাস নেই, যে পরবর্তী মুহূর্তে কি হবে। আবার আমাদের জীবনে অনেক মানুষ আসে যারা আসবে তা বুঝতেও পারি না,আবার অনেকে এমনভাবে চলে যায় যা আগে ভাবাও হয়নি।তাদের...