আমি লেখা ৷
ছোট্ট করে একটু পরিচয় দিয়ে রাখছি আমার ৷ সবাই ভালোবেসে লেখা বলেই ডাকে ৷ কিন্তু আসলে মিষ্টুলেখা মুখার্জি নামেই পরিচিত ৷ বাংলায় এম এ পাশ করে বি এড পড়ছি ৷
এই বিএড পড়ার সূত্রেই বন্ধু অনিমেষের বোনের বিয়ের নিমন্ত্রনের ডাক এল ৷আমরা বেশ কয়েকজন বান্ধবী ঠিক করলাম বিয়েতে সবাই একসঙ্গে খুব ই মজা করবো ৷আর যেহেতু ছোট বোনের বিয়ে তাই বিয়ের সমস্ত দায়িত্ব ও আমরাই নিতে চাইলাম ৷
যতই পড়াশোনার মধ্যে থাকি না কেন সামনে একটা বিয়ের নিমন্ত্রন মানেই মন বিয়েতেই পড়ে থাকে ৷ তাই পড়াশোনা মাথায় উঠতে থাকলো ক্রমশ ৷কিন্তু সে নিয়ে কোন মাথা ব্যাথা ছিল না আমাদের ৷ সারাদিন কলেজে বসে - কি পরবো , কোথায় মার্কেটিং করবো এই চিন্তা ছাড়া কোন কথা নেই ৷
অনিমেষের বোন "স্বাতি" বড়ই শান্তশিষ্ট মে ৷ গ্রাজুয়েশান করার পর পাশের গ্রামে একটি বেসরকারী সংস্থার সঙ্গে যুক্ত ছিল , তাও সামান্য বেতনে ৷ হাতের কাজ এর জন্য স্বাতি অনেক পুরস্কার ও পেয়েছে ৷ বাড়িতে একটি মাত্র মেয়ে তাই বাড়ির সবার ই আদরের মনি ছিল স্বাতি ৷ খুব স্বাভাবিক যে বিয়েটা নিয়ে যথেষ্ট উত্তেজিত সবাই ৷
কনের বাড়ির থেকে পাত্রের বাড়ি দূরত্ত খুব দূর নাহলে ও কিছুটা তো বটেই ৷ বাসে করে প্রায় চল্লিশ মিনিট লাগবে যে ভাবেই যাওয়া হোক না কেন ৷
অনিমেষ দের বাড়িটা একটা সবুজে ঘেরা গ্রাম ৷চাষাবাদ ঘিরেই জীবন যাত্রা সাধারনত ৷ছোটখাটো বাজার ও আছে ৷ আর যারা চাকরি করে স্বভাবতই তাদের শহরে ই থাকতে হয় ৷ আর শাড়ি ,গয়না,বা ভালো কিছু কিনতে হলেই পাশের শহর নবীনদ্বীপেই ছুটতে হয় ৷ আর সেই সূত্র ধরেই নবীনদ্বীপের ই এক বর্ধিষ্ণু ব্যাবসায়ীর পরিবারের একমাত্র পুত্র সন্তান "দূর্জয়ের " সঙ্গে অনিমেষের বোনের বিয়ের ঠিক হয় ৷
দূর্জয়দের স্টেশনারি ব্যাবসা থাকায় বেশ উন্নতির মুখ ও দেখেছে ৷ কমবয়সী ছেলে তাই ক্লাব বা বন্ধু বান্ধব ও অনেক ৷ দূর্জয় উচ্চ মাধ্যমিক ফেল করায় বাড়ির সিদ্ধান্তেই ব্যাবসায় যোগ দেয় ৷
ব্যাবসা ছাড়াও বন্ধুদের সঙ্গে আড্ডা সেটা বাড়ির কেউই ছাড়াতে পারেন নি দূর্জয়কে ৷
ESTÁS LEYENDO
বিয়ে বিভ্রাট
Ficción Generalসমাজে বিয়ে একটা সুন্দর প্রথা.... শুধু দুটি মানুষের মিলন নয়... দুটো সংসারের বন্ধন....