জনপ্রতিনিধি ২

35 3 0
                                    

রসায়নের রসে পরিপূর্ণ হয়ে উঠুক জীবন

ট্রিলিয়ন পরমানুর এই মহাবিশ্বে উপস্থিত ভাই ও বোনেরা ,আপনাদের সকলকে জানাই সবুজ রসায়নের পক্ষ্য থেকে আমার আনবিক পর্যায়ের শুভেচ্ছা এবং অভিনন্দন।

অসংখ্য পরমানুর সমন্বয়ে গঠিত ফোটনের আলোয় উদ্ভাসিত আমাদের এই সবুজ পৃথিবী ।এর প্রতিটি কণায় প্রতিনিয়ত ঘটে চলেছে ইলেকট্রন,প্রোটনের বিচিত্র সব কারসাজি।তড়িৎ, ব্যাটারি আর হাইড্রোফুয়েল এর উৎকর্ষের এই যুগে রসায়ন ছাড়া বৃথা এই মানব জীবন ।স্থবির এই জনজীবনকে হাইড্রোকার্বনই দিয়েছে গতিময়টা ।রসায়নের রসে এবং প্রাচুর্যে ভরপুর আমাদের এই পৃথিবী।সমসত্ব দ্রবনের মতোই প্রগার বন্ধন রসায়নের সাথে ইলেকট্রনিক্সের আর ইলেক্ট্রনিক্সের সাথে আমাদের! আমাদের এই পৃথিবীতে প্রানের অস্তিত্ব কল্পনা করাও কঠিন জীবনের রাসায়নিক ভিত্তি জৈব যৌগ ছাড়া । যেদিকেই তাকাই ,আমাদের চারপাশ জুড়ে কেবলই রসায়নের কারখানা ।কিন্তু যেই রসায়ন আমাদের অস্তিত্ব সেই রসায়নই কিনা আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে করে তুলেছে তীব্র ক্ষারের মতই প্রতিকূল, CFC(ক্লোরো ফোরো কার্বন )গ্যাসের মতই ভয়াভহ এবং H2SO4(সালফিউরিক অ্যাসিডের)মতই ক্ষতিকর ।অবশ্য এর কারন আর্সেনিকের মতো ভয়াবহ মানুষিকতার কিছু মানুষের অজ্ঞানতা যা আমাদের জীবনকে Pb(লেড) এর মতই ঝুঁকিপূর্ণ করে তুলছে খাদ্যদ্রব্যে হাইড্রোজ, কার্বাইড আর ফরমালিনের মতো বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে । এখনই সময় জেগে উঠার।। চলুন আমাদের মধ্যে গড়ে তুলি আয়নিক বন্ধন যাতে করে অসাধুদের মধ্যেকার সমযোজী বন্ধনকে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারি ।আসুন সবাই হাতে হাত মিলিয়ে গড়ে তুলি শক্তিশালী সিগমা বন্ধন ।চলুন সবাই রসায়নের তীর্থের যাত্রী হই সেই প্রত্যাশায় শেষ করছি এখানেই ।

জয় জৈবযৌগের জয়🌈🌈
জয় সবুজ রসায়নের জয় 🌈🌈
                                           নাফিসা

প্রহসনOnde histórias criam vida. Descubra agora