লকডাউনের সাইড এফেক্ট

434 22 2
                                    

ইদানীং সিরিয়াল দেইখা আমি একটু রোমান্টিক হইয়া পড়ছি।
#তাহার দিকে তাঁকালেই কেমন কেমন জানি লাগে। ঘরের ভেতরে কারণে অকারণে তাহার সাথে ধাক্কা খাই। সে তখন ভ্রু কুঁচকাইয়া বলে,
---কত মোডা হইছো তুমি? এত জায়গা থাকতেও আমারে ঠেলো...
আমি তখন মনে মনে লজ্জা পাই। অন্নেকককক লজ্জা!
মনের এই রোমান্টিকতায় উচ্ছ্বসিত হয়ে,
পরশুদিন গভীর রাতে সাহস করে তাহার ঘরে গেলাম পা টিপে টিপে। তিনি জেগে কিনা দেখার জন্য মশারি তুলতেই সে ক্যাৎ করে উঠলো,
---কি হইছে? এহনো ঘুমাও নাই? কয়টা বাজে?
—ইয়ে মানে... মানে... সিরিয়াল দেখি। 
---সিরিয়াল দেখলে এই ঘরে কি? হু?
—ইয়ে মানে মোবাইলের চার্জার পাই না। 
সে তার ফোনের চার্জার আমারে দিলো।  সাথে গজগজও করলো,
---নিশিরাতে মোবাইল দেইখ্যা চোখ দুইডারে শেষ কইরা ফেলো... যাও ঘুমাও।
তার কিছুক্ষণ পর আমি আবার গেলাম, এইবার সে চেঁচালো।
---ঘুমাও নাই? 
---ঘুমামু। তোমার চার্জারটা দিতে আসছি।
---দেও..
---আনতাছি
বইলা আমি ফিরে আসলাম।

ঘন্টাখানেক পর অবার গেলাম। মশারি তুইল্লা উঁকি দিলাম। এইবার সে চেঁচালো না। খপ কইরা আমার হাত ধরলো।
---একটু পরপর উঁকি দিয়া কি খুঁজো? কি উদ্দেশ্য? 
—ইয়ে মানে আমার ছুডু মোবাইলডা এই বিছানায় ফালাই গেলাম নাকি, দেখতে আসছি..
সে লাইট জ্বালাইলো। অতঃপর সব রুম ঘুইরা ঘুইরা আমার মোবাইল খুইজ্জা বাইর কইরা দিলো। এইবারও গজগজ করলো,
---নিজের বালিশের তলে মোবাইল থুইয়া আমার বিছানায় খুঁজো। সারারাইত সিরিয়াল দেইখ্যা মাথাডাই গেছে তোমার!

এদিকে আমার মনের রোমান্টিকতাতো আর থামে না।
গতরাতে আবার  #তাহার কাছে গেলাম।  প্রথমবারে সে দেইখাই বললো,
---মোবাইলের চার্জার নিতে আসছো তো..?  টিভির কাছের মাল্টিপ্লাগে আছে।
দ্বিতীয়বারে কইলো,
—-ছোডো মোবাইল তো? তোমার সিথানের ডানপাশে।
তৃতীয় বারে গিয়া দেখলাম সে ধুমসে নাক ডাকতাছে।

আজকে রাতে ভাবতেছি আর দুইবার যাবো। সে যদি কিছু  বুঝে, বুঝলো। না বুঝলে নাই। আমি বাবা, আদরের এত কাঙাল না। হুহ্...

#প্রেমের সময় আমরা দুইজন এইরকম হোম কোয়ারান্টাইনে থাকলে জীবনেও বিয়া করতাম না। সত্যি!
#সে দিনের মাঝে একশোবার আমারে ডাকবে; কাছে গেলে বলবে, কি জন্য ডাকছি ভুইল্লা গেছি। একটু দাঁড়াও, মনে কইরা লই....
কি একটা মনরে!
রাতের বেলা মশারি তুইল্লা অন্ধকারে তার কাছে কেনো মোবাইল খুঁজি, তাও বুঝেনা।হুহহহহ...

#তৃধা_আনিকা

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 15, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

লকডাউনের সাইড এফেক্টWhere stories live. Discover now