সে গড়ে তুলেছিল তার নিজস্ব - একটা জগত একটা ব্যক্তিত্ব তার এই জগত আর পৃথিবীর চলমান জীবন হতে অনিশ্চিত কোন একসময়ে হঠাৎ সে বিদায় নেয় অনন্ত নতুন এক দুনিয়ার উদ্দেশ্যে যার সন্ধান জানা নেই দেহে-জীবিত কোন সত্তার
রূহ যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয় তখন মৃত্যু ঘটে চিরপরিচিত এই দেহ-খানার হারায় সে-হাসিমুখ চেনা সুর রূহ ত্যাগের সময় মন সঙ্গে যায়-কি সেই 'আমি' তখনও জীবিত থাকে-কি
না দেহের সাথে তারও মৃত্যু ঘটে হয়তো জানা যাবে একমাত্র নিয়মিত এই বিদায়ের মাধ্যমেই
পরিপূরক
পৃথিবীর প্রতিটি জীবনের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকে যা কেন্দ্র করে আমরা নিজ নিজ সত্তায় জীবিত থাকি আর সেই উদ্দেশ্যটির পরিপূর্ণতার মাধ্যমেই মৃত্যু ঘটে -ঘটছে
মৃত্যু হলো রূপান্তর মাধ্যম হতে মাধ্যম-এ
মাটির মানুষ মাটি হতে জন্ম এবং ফিরে আসে আবার সে-মাটিতেই মেঘ যেমন বৃষ্টির ফোটায় মাটি ছুঁয়ে খাঁটি তেমনি মানুষও মৃত্যুর মাধ্যমে মাটি ছুঁয়ে খাঁটি
সুন্দর হোক সেই মৃত্যু ভালো থাকুক প্রতিটি আত্না বেঁচে থাকুক তাদের ভালোবাসা আর স্মৃতিগুলো আজীবন অনন্ত সময়কাল...
আমি এসেছিলাম কোন এক শীত গ্রীষ্ম বসন্তে দেখিছি শুনেছি জেনেছি মায়া কথা মন তারপর এঁকেছিলাম রঙিন আমি-রে
রঙ-গুলোর পরিপূরক বর্ষার কোন এক আষাঢ়ে বিদায়।
- তরুণ @itsiBahar
বিভূতি কয় - আমি ছাড়ো ,আমার-আমার ত্যাগ করো ,ত্যাগের মাঝে ভোগ করো
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.