তখনও আগের ক্লু এর এমন অভাবিত জায়গা থেকে উদ্ধার পাওয়ার ঘটনা থেকে হাসি আসছিল থেমে থেমে। সে অবস্থাতেই পড়লাম। ঘুমানোর আগে উইশ, মানে গুড নাইট। বলতেই বুঝলাম নিশ্চয় গুড নাইট কয়েল, বললাম উষাকে। উষা বলল কিন্তু আমাদের বাসায় তো জোনাকি কয়েল। আমি বললাম- আরে আসল কয়েল না। ঐ যে যেটা আছে না, কারেন্টে চলে ঐটা। বলতেই উষা বুঝে গিয়ে জিনিসটা খুঁজে বের করে খুঁজল কিন্তু পেল না। আমি বললাম তাহলে হয়তো ওটার প্যাকেটে আছে। উষা বলল প্যাকেট শোকেসে আছে,ও গিয়ে নিয়ে আসছে। প্রায় সঙ্গে সঙ্গেই উষা ক্লু নিয়ে হাজির।
১১। চাইনিজ খাবার বানাতে গেলেই আমার খোঁজ পড়ে
চাইনিজ খাবার, চাইনিজ খাবার বানাতে কি লাগে? প্রথমেই মনে আসল সয়া সস। উষা গিয়ে ফ্রিজ চেক করল। না, সেখানে নেই। নেটে গিয়ে সার্চ দিলাম, কি কি লাগে চাইনিজ খাবার বানাতে। এখানেও প্রথমে সয়া সসই এলো। আর বাকি যা নাম এলো তা আমাদের বাড়িতে আদৌ আছে কিনা কে জানে। উষা খুঁজতে গিয়ে চপস্টিকের ব্যাগে হাত দিতেই একটা ক্লু বেরিয়ে পড়ল। কিন্তু এই ক্লু এর গায়ে ১৮ নম্বর লেখা। তাই সেটা আবার যথাস্থানে রেখে আমরা খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ ঘুরে এসে ভাবতে লাগলাম আমাদের বাসায় চাইনিজ কি বানানো হয়? পাস্তা তো যতদূর সম্ভব ইটালিয়ান। চাইনিজ হিসেবে লিস্টে প্রথমেই নিশ্চয় নুডলস আসবে। রান্নাঘরে গিয়ে উষাকে বললাম, তুই নুডলস বানাস। তো বল একে একে নুডলস বানাতে কি কি লাগে। দেয়ালে নুডলস এর ছাঁকনি মতো যে জিনিসটা হয় সেটা ঝোলানো ছিলো। সেটা চেক করলাম। কিছু নেই। সয়াবিন তেলের বড় বড় চারটি বোতল, একে একে উপর থেকে নামিয়ে খুঁজলাম। কিছু পেলাম না। উষা পেছনদিকে আসবাবপত্রে খুঁজছিলো। হঠাৎই বলে পেয়ে গেছি। ঘুরে দেখি পিছনের দেয়ালে আরেকটা ছাঁকনি আছে, পুরোনো ধুলো লাগা। এখন আর ব্যবহার হয় না। ওখান থেকেই বের হলো। বের করে বাইরে এসে পরের ক্লু পড়তে লাগলাম।
১২।বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার এর অ্যাড করা বিস্কুট এর পর জোড়া লাগাও ষাড় এর আগায় b
অলরাউন্ডার পর্যন্ত পড়েই বললাম সাকিব আল হাসান। কিন্তু ওর করা বিস্কুটের অ্যাডে এসে আটকে গেলাম। সাকিবকে তো অনেক অ্যাড করতে দেখেছি। আলাদা করে কিছু মনে নেই। কিন্তু উষা ততক্ষণাৎ বলল টিফিন বিস্কুট। ওকে, তারপর জোড়া লাগাতে হবে ষাড়। ষাড় মানে ox সো কথাটা দাঁড়াচ্ছে টিফিন ox যার কোনো মানে হয় না। এখন এর আগায় আবার b.... টিফিন বক্স! ক্লু সলভ হতেই আমরা আবার ছুটলাম। আমাদের বাড়িভর্তি টিফিন বক্স। আমি শোকেসে রাখা বক্স চেক করতে গেলাম, আর উষা রান্না ঘরে রাখা। আমি এদিকার বক্সগুলো চেক করে রুম থেকে বের হয়ে দেখছি একটা টিফিন ক্যারিয়ারের বাটি নিয়ে উষা ঘরের দিকে যাচ্ছে। আমি চেয়ারের উপর একটা প্লাস্টিকের বাটি দেখে সেটা চেক করছি তো উষার গলা। পেয়ে গেছে। অ্যালুমিনিয়ামের টিফিন ক্যারিয়ারের ভিতরে ছিলো। আমরা এদিকে বাড়ির যত প্লাস্টিকের বক্স টিফিন বক্স হিসেবে ব্যবহার হতে পারে ভেবে খুঁজে গেছি, ওদিকে মিমি আপু ক্ল্যাসিক টিফিন বক্সে ক্লু রেখে বসে আছে। ক্লু নিয়ে পড়লাম।
YOU ARE READING
Treasure Hunt
Adventureট্রেজার হান্ট, ভেরি ইন্টারেস্টিং গেম। এই খেলায় একটা ক্লু দেওয়া হয়। সেই ক্লু এর ধাঁধাঁ সলভ করে বের করতে হয় পরের ক্লুটা কোথায় রাখা আছে। এরপর তার পরের ক্লু সলভ পরেরটা খুঁজে বের করতে হয়, এভাবে সলভ করা আর খুঁজতে থাকা নিয়ে চলতে থাকে গেমটা। শুরুতেই একটা লি...