181

1 0 0
                                    

নিকষ অন্ধকারে শুনসান নিস্তব্ধতায়
ছায় তুমি নিঃসঙ্গতার হও চির সঙ্গী।
নিশাচর চোখে দগদগে যন্ত্রণা জ্বলে
প্রচন্ড কান্না তবু জল হয়ে না পরে।
বিষাক্ত কষ্ট  হৃদয়ে প্রলয়ংকরী ঝড়
ঝড়ের তোপে দেখা হয় মুখোশের আড়ালের মুখ।
মুষড়ে পড়া পাঁজর পিন্ড আক্ষেপ করে কয়
চেনা রুপের পরিবর্তন অচেনা হয়
পরিবর্তনে আপন হয় সহজেই বিবর্তন ।
নিষ্ঠুর পৃথিবী মরচে ধরা ধূসরতা ঘেরা
কেড়ে নেয় মন মানুষ
দিয়ে মিথ্যা সুখে থাকার মন্ত্রনা।
ভিরের মাঝে  দীর্ঘশ্বাস করে সঙ্গী
চলতে থাকে শেকলে বাঁধা জীবন তরি।

হৃদয় কথন Where stories live. Discover now