আমার চোখের নিরবতা সে দেখেনি
নিরব ভাষার শব্দ বুঝেনি।
আমার হাসির কষ্ট বুঝেনি
বুঝেনি হাসির নিস্তব্ধতা।
সে আজো আমায় চিনলো না
মলিন মুখের হাসির চিহ্নের কারন জানলো না।
আমার শীতল কথার তাপ বুঝেনি
বুঝেনি উচ্ছ্বসিত শব্দের শীতলতা।
আমি অন্ধকারের অসীম কালো
সে রঙ্গিন ঝলমলে আলো।
194
আমার চোখের নিরবতা সে দেখেনি
নিরব ভাষার শব্দ বুঝেনি।
আমার হাসির কষ্ট বুঝেনি
বুঝেনি হাসির নিস্তব্ধতা।
সে আজো আমায় চিনলো না
মলিন মুখের হাসির চিহ্নের কারন জানলো না।
আমার শীতল কথার তাপ বুঝেনি
বুঝেনি উচ্ছ্বসিত শব্দের শীতলতা।
আমি অন্ধকারের অসীম কালো
সে রঙ্গিন ঝলমলে আলো।