একটি অনাকাঙ্ক্ষিত সময়ঃতবুও সুন্দর

70 14 33
                                    


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

" উফফ্ যেন আর কিছুই ভালো লাগে না",এই লকডাউনে যেন এটাই হয়ে গেছে সমগ্র বিশ্ব্ব্ববাসীর মনের কথা।

কোভিড-১৯ যেন আবার সমগ্র বিশ্বের মানুষ এর মনগুলোকে এক করে দিয়েছে।কর্মব্যস্ত পৃথিবী আজ নিস্তব্ধ।

সব চেনা জিনিসগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে।সেই প্রাণচঞ্চল পৃথিবী যেন আজ ঘুমিয়ে গেছে।

এইতো কিছুদিন আগেও যে ঢাকা শহরে যানজট এর কারণে বিরক্ত লাগত,এখন ঢাকার সেই ব্যস্ততার

কথাই সবচেয়ে বেশি মনে পড়ছে আমার। মনে হচ্ছে ইসস্ যদি আবার কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যেতে

পারতাম।যদি আবার সেই যানজটে বসে চিরচেনা ঢাকাকে দেখতে পেতাম।আবার বন্ধুদের সাথে আড্ডা

দিতে পারতাম।কিন্তু তা আর সম্ভব নয় এই মুহূর্তে। কারণ আমাদের বুঝতে অনেক বেশি দেরী হয়ে গেছে

এই সাজানোগোছানো এই সুন্দর পৃথিবীটাকে নিজের হাতেই নিজেদের জন্য অযোগ্য করে ফেলেছি আমরা।

আজ এই কোভিড-১৯ আমাদের মানুষেরই অপকর্মের ফল।

তিন-তিনটা মাস হয়ে গেলো আমি ঘর থেকে বের হইনি।নিজের কাছেই বড্ড অবাক লাগে।কিভাবে চোখের

সামনে তিনটা মাস এমনি কেটে গেলো।টিভি খুলতেই বিরক্ত লাগে এখন।কারণ টিভি খুললেই চোখে পড়ে

প্রতিদিন ৫০-৬০ টি তাজা প্রাণ ঝরে পড়ার খবর।প্রতিদিন গড়ে কোভিড-১৯ এ ৩০০০ মানুষ আক্রান্ত হচ্ছে

বাংলাদেশে। দফায় দফায় লকডারউনও কমিয়ে আনতে পারে নি মৃত্যুহার।একটাই কারণ;আমরা তো নিজেরাই

নিজেদের নিয়ে সচেতন না।নিজেদের প্রাণের চেয়ে টাকার মায়াই যেন বেশি আমাদের কাছে।হওয়াটাও তো

দোষের কিছু নয়।দেশটা যে গরিব।মানুষের অন্তত দু-বেলা দ-মুঠো ভাতের তো প্রয়োজন আছে।আর সেটার

জন্য তো রোজগার করতে মানুষ বাধ্য।তাই যেখানে বাঁচার জন্য অন্ন জোগাড় করাটাই দায়,সেখানে ঘরে বসে

বদলে যাওয়া জীবনNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ