১০২) সূরাহ তাকাসূর

1 1 1
                                    

তাকাসুর (التكاثر) প্রাচুর্য্যের প্রতিযোগিতা
.
অধিক পাওয়ার নেশা তোমাদের
ভুলিয়েছে নির্ঘাত;
যতক্ষণ না করছো তোমরা
কবরের স্বাক্ষাৎ।।
.
কখনোই না,
শীঘ্রই তোমরা
জানবে আসল হাল;
কখনোই না,
আবারো বলছি
জানবে আসল হাল;
কখনই না,
জানবে তোমরা
কি ঘটতে যাচ্ছে কাল।।
.
জাহান্নামকে দেখবে তোমরা
নেই কোন সন্দেহ;
নিজ চোখেই তা দেখতে পাবে;
পাশে থাকবে না কেহ।।
.
সন্দেহ নেই এসে যাবে
সেই দিবস কিয়ামতের;
প্রশ্ন রবে, করেছো কি,
তার সকল নিয়ামতের?
.
সূরাহ তাকাসূরের আলোকে

'সূরাহ' কবিতা আকারেWo Geschichten leben. Entdecke jetzt