১১৪) সূরা নাস

8 2 1
                                    

আন-নাস (الناس ) মানবজাতি
.
আমি বলে যাই
আশ্রয় চাই,
মানুষের রবের কাছে;
.
মানুষের মালিক,
মানুষের ইলাহ
তিনি ছাড়া কে আর আছে?
.
আশ্রয় চাই কুমন্ত্রণাকারীর
অনিষ্ট ও ক্ষতি থেকে;
ওয়াসওয়াসা দিয়ে পালিয়ে যে যায়
নিজেকে গোপনে রেখে।। 
.
মানুষ ও জ্বিনের ক্ষতি থেকে
আমি চেয়ে যাই আশ্রয়;
মানুষের হৃদয়ে বারবার যারা
ওয়াসওয়াসা দিয়ে যায়।।
.
সূরা নাসের আলোকে

'সূরাহ' কবিতা আকারেOù les histoires vivent. Découvrez maintenant