দ্য সার্কেল
বঙ্গ-১৩। একটি মহাকাশযান। এখানে আজ আমার তৃ্তীয় দিন। এর আগে আমার মহাকাশযানে ওঠা তো দূরের কথা, এ জিনিস আমি সামনা সামনিও কখনো দেখিনি। কোনো ধারণাও নেই বলা চলে। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আমার কোনোকালে আগ্রহ ছিল কিনা তাও মনে পড়ে না। আসলে মহাকাশ গবেষণা কেন্দ্রের এক জরুরি তলবে সাড়া দিয়েই তো এই মহাকাশযানের যাত্রী হতে হলো আমাকে।