আবার ফিরে এলাম লেখার জগতে। এখন থেকে চেষ্টা করবো প্রতি সপ্তাহে ১/২টা পর্ব করে গল্প দিতে। এতদিন সবাইকে অপেক্ষা করানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি সব পাঠকের সাড়া পাবো।
অবশেষে ফিরে এলাম। ফোন নষ্ট থাকায়, আর ল্যাপটপ এ টাইপিং এ ঝামেলা হওয়ায় দীর্ঘদিন গল্প দিতে পারিনি বলে অতিশয় দুঃখ প্রকাশ করছি। তবে এখন থেকে প্রতি সপ্তাহে ১টা করে পর্ব দিতে পারবো বলে আশা করছি। সবাই সাথেই থাকুন।