কবি হেলাল হাফিজ পরলোক গমন করলেন।
কবির সাথে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু প্রতিবার দূর থেকে যখন দেখতাম তাকে, মনে হতো, আপন মানুষ।
এই বাংলাদেশে এখনও বেঁচে আছে, এমন খুব কম মানুষকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। বেশিরভাগ মানুষই খুব ক্ষুদ্র, তাদের কিছুটা কাছে গেলেই জানা যায়, তারা আমাদের সম্মান পাওয়ার যোগ্যতাই রাখেন না।
যে অল্প ক'জন মানুষকে সত্যিই শ্রদ্ধা করা যায়, যাদের দেখলে সত্যিই মাথা নত হয়ে আসে, তাদের একজন ছিলেন হেলাল হাফিজ।
হেলাল হাফিজ ছিলেন শুদ্ধতম কবি। একজন নারীর জন্য, একজন নারীকে ভালোবেসে, হেসেখেলে যে একটা জীবন শেষ করে দেয়া যায়, তার অকাট্য প্রমাণ। আমি হেলাল হাফিজকে কবি হিসেবে যতোটা নয়, তার চেয়ে বেশি চিনি হেলেনের প্রেমিক হিসেবে। আর একজন সত্যিকারের প্রেমিকের পক্ষেই লেখা সম্ভব প্রেমের শুদ্ধতম পংক্তি।
বিদায়, হেলাল হাফিজ। পুনর্জন্ম হয় যদি আপনার, আশা করি এবারে আপনি কবি হিসেবে নয়, জন্ম নেবেন একজন সাধারণ মানুষ হিসেবে, যে আমৃত্যু সঙ্গ পাবে তার হেলেনকে।