Nirjon_ahmed

"চোখে তার শিশিরের ঘ্রাণ" এর স্টোরি লাইনে কিছু পরিবর্তন আনব। লিখতে শুরু করেছি। দুইটা পার্ট লেখাও হয়ে গেছে। বারংবার গল্পে পরিবর্তন আসছে বলে পোস্ট করছি না।
          	অবশ্য কেউ মন দিয়ে গল্পটা পড়ছে, এমনটা মনেও হচ্ছে না। যাই হোক, কেউ যদি পড়ে থাকেন ইতোমধ্যে, তাদের জন্য বলছি। 

MukulHosen

@Nirjon_ahmed আসলে এটাও পড়তাছি।।তবে আমি আগের গুলা আবার রিভিশন দিচ্ছি।।
Reply

maruf_gany

@Nirjon_ahmed চালিয়ে যান, পাশে আছি 
Reply

Nirjon_ahmed

"চোখে তার শিশিরের ঘ্রাণ" এর স্টোরি লাইনে কিছু পরিবর্তন আনব। লিখতে শুরু করেছি। দুইটা পার্ট লেখাও হয়ে গেছে। বারংবার গল্পে পরিবর্তন আসছে বলে পোস্ট করছি না।
          অবশ্য কেউ মন দিয়ে গল্পটা পড়ছে, এমনটা মনেও হচ্ছে না। যাই হোক, কেউ যদি পড়ে থাকেন ইতোমধ্যে, তাদের জন্য বলছি। 

MukulHosen

@Nirjon_ahmed আসলে এটাও পড়তাছি।।তবে আমি আগের গুলা আবার রিভিশন দিচ্ছি।।
Reply

maruf_gany

@Nirjon_ahmed চালিয়ে যান, পাশে আছি 
Reply

Nirjon_ahmed

লিখি সাধারণত ইরোটিকা। তো পাবলিক ধরেই নেয় লিখলে সেই টাইপের লেখাই লিখব। 
          ভাবলাম, একটা ভালো ইমেজ তৈরি করা দরকার। একটা রোম্যান্সধর্মী উপন্যাস লিখি। 
          সমস্যা হইলো নাম চুজিং এ। নাম দিলাম "জ্যোৎস্নার শরীরের স্বাদ"। 
          একে তো লিখি ইরোটিকা, তার উপর নাম দিছি " জ্যোৎস্নার শরীরের স্বাদ", আমি যদি কোরান-বাইবেল-ত্রিপিটকের ব্যাখ্যাও লিখি, কেউ বিশ্বাস করবে না আমি খারাপ কথা লিখি নাই। 
          মহা জ্বালা।

MukulHosen

@Nirjon_ahmed আমি যদিও প্রায় সব ধরনের লিখাই পছন্দ করি।তবে এটাকে ইরোটিকা ধরেই কিন্তু পড়া শুরু করেছি। আর আপনার এবং আরও একজন আছেন এই ওয়াড়প্যাডেই যাদের স্টোরি বিল্ডিং ভালো।পড়তে অনবদ্য লাগে,ভাল লাগে। এরকম আরেকজন পেয়েছিলাম ১২/১৩ এর দিকে।এরকম ইরোটিকা আনন্দদায়ক। 
Reply

Nirjon_ahmed

@monmridha নাম একটা দিতে হয় বলে দেই। অন্য নামে চলে যাব, দেখি
Reply

monmridha

আসলে ভাই এর আগে এই নামে একটা ইরোটিক গল্প বেশ কিছু লেখা লিখেছিলেন, এই জন্য অনেকে কনফিউস হয়ে গেছে। আমিও প্রথমে কনফিউস ছিলাম। এখনও এই গল্প পড়তে গেলে দাহানা ভাবির কথা মনে পড়ে।
Reply

Parvez_12

শুধু আপনার লেখা পড়ার জন্যে এখানে আসা। কদিন পরপরই চেক করতাম আমি ফিরেছেন কিনা।
          আশা করছি অসমাপ্ত কাজগুলো এখন শেষ করবেন।
          ধন্যবাদ ভাই।

Nirjon_ahmed

My beloved readers,
          I have decided to republish all my stories again. I haven’t done it yet. It takes some time.
          So you can read them all from now on.
          And I will be refurbishing them. Not most, but some, of my stories contain misogynist remarks. I decided to rewrite those paragraphs containing regrettable and mysogynist statements demeaning the better half of the human race. It will be done within the next three to four months.
          Happy reading.

zillur_70

@Nirjon_ahmed well come back . we miss you.
Reply

MukulHosen

@Nirjon_ahmed আপনাকে সুস্বাগতম। অনেকবার আপনাকে স্মরণ করেছি তবে পাইনি। ফেবুতেও নক।দিয়েছিলাম,তবে আনরিচেবল ছিলেন। এনিওয়ে,আপনাকে অনেক ধন্যবাদ।
Reply

monmridha

ওয়েলকাম ব্যাক ভাই। আপনি আবার লেখা শুরু করবেন দেখে খুব ভালো লাগছে। আমার প্রিয় লেখকদের মধ্যে আপনি অন্যতম।
Reply

monmridha

নির্জন ভাই, এক বছর হয়ে আপনার লেখা পাই না। পাঠকদের আর কতো কষ্ট দিবেন! ফিরে আসুন ভাই। এখানে লিখতে কোনো সমস্যা হলে গসিপে লিখুন, তাও ফিরে আসুন।
          এভাবে না লিখতে লিখতে গল্প লেখা ভুলে গেলে আমাদের পাঠকদের কি হবে বলেনতো!

Kettso90

নির্জন ভাই এর সব গল্পগুলো কোথায় পাওয়া যাবে? নির্জন ভাই কি এখন কোন সাইটে গল্প লিখছেন, আর এগুলো কিভাবে পেতে পারি?

Nirjon_ahmed

@Kettso90 সব এখানেই পাবেন। সব পাবলিশ করা
Reply

Redwan130896

প্রিয় নির্জন ভাই,আপনার লেখা আমি বহুদিন ধরে পড়ি। ইরোটিকাকে দেশে অনেকেই সাহিত্যের মর্যাদা দেয় না। কিন্তু আমার কাছে এটা অসম্ভব আপন একটি ক্ষেত্র। আমি একজন চিকিৎসক, নিজ অভিজ্ঞতা বলে আমিও অল্পবিস্তর লেখালেখি করেছি। নেটে তার কিছু প্রমাণ বহন করে। 
          আপনি লিখবেন, বেনামে হলেও
          আপনার লেখার একজন একনিষ্ঠ পাঠক
          রেদোয়ান

Nirjon_ahmed

@Redwan130896 সব লেখাই রিপাবলিশড। আশা করি, আবার লেখায় ফিরতে পারব
Reply