Nirjon_ahmed

কবি হেলাল হাফিজ পরলোক গমন করলেন। 
          	কবির সাথে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু প্রতিবার দূর থেকে যখন দেখতাম তাকে, মনে হতো, আপন মানুষ। 
          	এই বাংলাদেশে এখনও বেঁচে আছে, এমন খুব কম মানুষকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। বেশিরভাগ মানুষই খুব ক্ষুদ্র, তাদের কিছুটা কাছে গেলেই জানা যায়, তারা আমাদের সম্মান পাওয়ার যোগ্যতাই রাখেন না। 
          	যে অল্প ক'জন মানুষকে সত্যিই শ্রদ্ধা করা যায়, যাদের দেখলে সত্যিই মাথা নত হয়ে আসে, তাদের একজন ছিলেন হেলাল হাফিজ। 
          	হেলাল হাফিজ ছিলেন শুদ্ধতম কবি। একজন নারীর জন্য, একজন নারীকে ভালোবেসে, হেসেখেলে যে একটা জীবন শেষ করে দেয়া যায়, তার অকাট্য প্রমাণ। আমি হেলাল হাফিজকে কবি হিসেবে যতোটা নয়, তার চেয়ে বেশি চিনি হেলেনের প্রেমিক হিসেবে। আর একজন সত্যিকারের প্রেমিকের পক্ষেই লেখা সম্ভব প্রেমের শুদ্ধতম পংক্তি।  
          	বিদায়, হেলাল হাফিজ। পুনর্জন্ম হয় যদি আপনার, আশা করি এবারে আপনি কবি হিসেবে নয়, জন্ম নেবেন একজন সাধারণ মানুষ হিসেবে, যে আমৃত্যু সঙ্গ পাবে তার হেলেনকে।

monmridha

দ্রোহের কবি হেলাল হাফিজ আমাদের ছেড়ে চলে গেলেন।তিনি ভালো একজন কবি ছিলেন, ছিলেন প্রেমিক।
          	  আপনি অনেক দিন কমেন্ট করলেন দেখে ভালো লাগলো। জানি না আপনি আবার কবে লেখা শুরু করবেন। তবে আমরা অপেক্ষায় আছি আপনার নতুন লেখার জন্য। অপেক্ষা আছি আপনার লেখা অসম্পূর্ণ গল্প 'জ্যোৎনার শরীরের স্বাদ' নতুন করে আবার কবে লেখা শুরু করবেন। গল্পটা সত্যিই আমাদের ভালো লেগেছিল।
Reply

Tushar5311

দাদা আপনার লেখা খুব মিস করতেছি। 
          জানিনা কি কারনে লেখা বন্ধ হয়ে গেছে। আপনার লিখার অধীর আগ্রহে বসে থাকি। যদি এই প্লাটফর্মে না লিখে থাকেন অন্য কোথাও লিখলে সেটা জানাবেন। আপনার প্রাণবন্ত ইরোটিক  গল্পগুলো প্রেমে পড়ে যাই বারবার।
          ভালোবাসা নিবেন।

Nirjon_ahmed

কবি হেলাল হাফিজ পরলোক গমন করলেন। 
          কবির সাথে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু প্রতিবার দূর থেকে যখন দেখতাম তাকে, মনে হতো, আপন মানুষ। 
          এই বাংলাদেশে এখনও বেঁচে আছে, এমন খুব কম মানুষকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। বেশিরভাগ মানুষই খুব ক্ষুদ্র, তাদের কিছুটা কাছে গেলেই জানা যায়, তারা আমাদের সম্মান পাওয়ার যোগ্যতাই রাখেন না। 
          যে অল্প ক'জন মানুষকে সত্যিই শ্রদ্ধা করা যায়, যাদের দেখলে সত্যিই মাথা নত হয়ে আসে, তাদের একজন ছিলেন হেলাল হাফিজ। 
          হেলাল হাফিজ ছিলেন শুদ্ধতম কবি। একজন নারীর জন্য, একজন নারীকে ভালোবেসে, হেসেখেলে যে একটা জীবন শেষ করে দেয়া যায়, তার অকাট্য প্রমাণ। আমি হেলাল হাফিজকে কবি হিসেবে যতোটা নয়, তার চেয়ে বেশি চিনি হেলেনের প্রেমিক হিসেবে। আর একজন সত্যিকারের প্রেমিকের পক্ষেই লেখা সম্ভব প্রেমের শুদ্ধতম পংক্তি।  
          বিদায়, হেলাল হাফিজ। পুনর্জন্ম হয় যদি আপনার, আশা করি এবারে আপনি কবি হিসেবে নয়, জন্ম নেবেন একজন সাধারণ মানুষ হিসেবে, যে আমৃত্যু সঙ্গ পাবে তার হেলেনকে।

monmridha

দ্রোহের কবি হেলাল হাফিজ আমাদের ছেড়ে চলে গেলেন।তিনি ভালো একজন কবি ছিলেন, ছিলেন প্রেমিক।
            আপনি অনেক দিন কমেন্ট করলেন দেখে ভালো লাগলো। জানি না আপনি আবার কবে লেখা শুরু করবেন। তবে আমরা অপেক্ষায় আছি আপনার নতুন লেখার জন্য। অপেক্ষা আছি আপনার লেখা অসম্পূর্ণ গল্প 'জ্যোৎনার শরীরের স্বাদ' নতুন করে আবার কবে লেখা শুরু করবেন। গল্পটা সত্যিই আমাদের ভালো লেগেছিল।
Reply

jefribeg

অনেক দিন পর এসে লেখা গুলো unpublish করার কথা শুনে খুব খারাপ লাগল! খারাপ লাগাটা লেখা গুলো পড়তে না পেরে নয়. বরং লেখক এর জন্য!কি পরিমান পাঠকের মন ছুয়ে ফেললেই এই উপলব্ধি আসে তা নিশ্চয় বুঝতে পারছেন লেখক সাহেব!!!আপনি খুব তাড়াতাড়ি এসে আমাদের অস্হির মন শান্ত করুন;এই অপেক্ষায় রইলাম ! 

monmridha

নির্জন ভাই, দাহানা ভাবির কি দেখা পাবো না?
          এটলিস্ট, 'জ্যোৎনার শরীরের স্বাদ' গল্পটা চালিয়ে যেতেন।এই গল্পে তো বিতর্ক হওয়ার মতো কোন টপিক ছিলো না।গল্পটা আমার বেশ ভালো লাগতে শুরু করেছিল।

Khanrobi

আপনার লেখা গল্পগুলো হারিয়ে যাবে না আশা করি।আপনার লেখা পড়তে চাই যেই প্লাটফর্মেই লেখুন না কেন।Good luck to you .