#নিতুর_মাহবুব_ভাই
সম্পর্কের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে নিতু চিঠি লিখলো মাহবুব ভাইকে।
মাহবুব ভাই,
আমি আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি এবং বাজেভাবে কথা বলেছি। আমি কখনোই কারো সাথে এরকম ব্যবহার করিনা। আমার ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনার কাছে আমি বিশেষভাবে ক্ষমাপ্রার্থী।
আমার ভুলের জন্য প্রতি মুহূর্তে আমি অনুতপ্ত হচ্ছি। ভালো থাকবেন।
আচ্ছা, আপনি কি প্লেন চালানো পুরোপুরি শিখে গেছেন? নাকি আরো বাকি?
শেখা শেষ হলে বলবেন। আমি আপনার প্লেনে চড়বো। আপনি চালাবেন, আমি পাশে বসে দেখবো। আশা করি, আপনি ছোটবোনের এই ইচ্ছেটা পূরণ করবেন।
আবারও বলছি, আমি দুঃখিত।
ইতি
ভীষণ অনুতপ্ত নিতু।
চিঠির জবাব এলো কয়েক লাইনে।
অসভ্য বেয়াদব জঘন্য ফাজিল বিষকামুড়ে নিতু,
রাক্ষসের মত যে ঠোঁট কামড়ে দেয়, সে মেয়ে আমার বোন হবে কেনো? হোয়াই? জানিস, এখনও আমি ঝাল খেলে জ্বলে। রাতে যখন ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝে ব্যাথা চিলিক করে উঠে। আর তখন আমার ঘুম ভেঙে যায়। জেগে বসে থাকি। তোর যেনো কাঁকড়ার মত একটা বর হয়। যে তোকে সারাক্ষণ কামড়াবে। কামড়ে ফালা ফালা করে দেবে। হুহ্।
ইতি
গুরুতর আহত মাহবুব।
চিঠি পড়েই নিতুর মনে প্রথম যে প্রশ্নটা আসলো তা হলো, আচ্ছা কাঁকড়া কি কামড় দেয় নাকি চিপা দেয়। “কামড় দেয়া” কাঁকড়া কি সত্যিই আছে নাকি?
#বইটির প্রি-অর্ডার চলছে।
অর্ডার করতে ফোন করুন ০১৩০৯০০৯০৭৫।