উপক্রমণিকা

38 9 0
                                    

জীবনে কতো ধরনের মুহূর্তের মুখোমুখি হতে হয় আমাদের, ব্যাপারগুলো কখনো আমরা খেয়ালে আনি, কখনো আনি না। কিন্তু সময় আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়ে যায়, দেখিয়ে দিয়ে যায় জীবনের বাস্তবতাগুলো। কখনো এগুলো হয় আমাদের হাসির খোরাক, কখনো যেন এগুলোই শুষে নিতে চায় বেঁচে থাকার ইচ্ছেটাকে। সময়ের মতো শিক্ষক দ্বিতীয়টি আর নেই। তাই হয়তো সময়ের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো অনন্য, অন্তহীন, যে শিক্ষা গ্রহণ করে যেতে হয় আজীবন। ব্যক্তিগত জীবনের ছায়াপাত ঘটা এমনই কিছু জীবন শিক্ষার সংগ্রহ এই জীবনদর্শন। হয়তো অনেকের সাথেই এই জীবনসত্যগুলো মিলে যাবে। আবার হয়তো অনেকেরই মিলবে না। তবুও বলবো, পৃথিবীতে সত্য সংখ্যা নির্দিষ্ট। ঘুরেফিরে সেই নির্দিষ্ট সংখ্যক সত্যই নানান আঙ্গিকে মানুষের জীবনকে আবর্তন করে।
পরিশেষে, জীবনটা সুন্দর। যত বেশি বৈচিত্র্য, তত বেশি অভিজ্ঞতা, তত বেশি শিক্ষা, তত বেশি জীবনকে উপভোগ করতে পারা। এই সুন্দর জীবনটাকে আরও উপভোগ্য করতেই হয়তো আমৃত্যু নিরন্তর পথচলা...

মানুষের জীবনে প্রিয়তম দিনগুলোর একটি হচ্ছে তার জন্মদিন। রুদ্ধদিনের জন্মদিনটাকে স্মরণীয় করতে আজ থেকেই শুরু করলাম ‘জীবনদর্শন’ এর পথচলা...

~নাহিয়ান রহমান লামিয়া~
৩০ এপ্রিল ২০২১ইং
১৭ই বৈশাখ ১৪২৮বঙ্গাব্দ
১৭ই রমজান ১৪৪২হিজরি

জীবনদর্শনWhere stories live. Discover now