মানুষের জীবনটাকে যদি একটা কুলা ধরা হয়, তাহলে তার জীবনে আসা মানুষগুলো চিটেসহ ধানের মতো। যা উড়ে যা থাকে..। চিটের উড়ে যাওয়াকে যতো সহজভাবে মেনে নেয়া যায়, জীবনটাকে ততো ভালোভাবে যাপন করা যায়...
২৫শে জৈষ্ঠ্য, ১৪২৮ বঙ্গাব্দ
#জীবনদর্শন
YOU ARE READING
জীবনদর্শন
Poetryসময়ের মতো শিক্ষক দ্বিতীয়টি আর নেই। তাই হয়তো সময়ের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো অনন্য, অন্তহীন, যে শিক্ষা গ্রহণ করে যেতে হয় আজীবন। ব্যক্তিগত জীবনের ছায়াপাত ঘটা এমনই কিছু জীবন শিক্ষার সংগ্রহ এই জীবনদর্শন...
~জীবন~
মানুষের জীবনটাকে যদি একটা কুলা ধরা হয়, তাহলে তার জীবনে আসা মানুষগুলো চিটেসহ ধানের মতো। যা উড়ে যা থাকে..। চিটের উড়ে যাওয়াকে যতো সহজভাবে মেনে নেয়া যায়, জীবনটাকে ততো ভালোভাবে যাপন করা যায়...
২৫শে জৈষ্ঠ্য, ১৪২৮ বঙ্গাব্দ
#জীবনদর্শন