যাওয়া

26 3 0
                                    


আমি তো চলে যাব একদিন

যাব অনেক দূরে।

যেথায় সোঁদামাটির গন্ধে

মোর দেহ যাবে মিশে।


যেথায় ফুলের মালায় আমি

গানের কলি গাঁথব।

যেথায় মাতাল হাওয়ায় আমি

স্বপ্নের ছবি আঁকব।


যেথায় ফুলের গন্ধ মোরে

করে দিবে মাতাল।

যেথায় চাতক পাখি মোরে

ঘুরিয়ে আনবে পাতাল।


আম্র-মুকুলের সুবাস আমায়

ভুলিয়ে দেবে হায়।

দিগন্ত-বিস্তৃত মাঠ যেথায়

মন ছুটে যেতে চায়।


চলে যাব একদিন, সব ছেড়ে,

এমনই দেশের তরে।

যেথায় রাজা আমি, রাজ্য আমার,

যেথা রূপকথা খেলা করে।

যাওয়াDonde viven las historias. Descúbrelo ahora