আমি চলে গেলে
মনে কি পরবে তোমার
আমার প্রয়োজনটুকু?
আমার হাঁটা, আমার চলা,
আমার সীমাহীন ভালোবাসা,
আমার সবকিছু?
কাজে-অকাজে
আমি ছিলাম তোমার পাশে,
দূরে ঠেলে দেইনি কখনও।
অপ্রয়োজনে যখন
ডাকতে আমায়,
না বলেছি কি কখনও?
আজ আমি যদি যাই চলে
তোমায় ছেড়ে, বহুদুরে,
একা একা পারবে কি চলতে?
অপ্রয়োজনেও যখন থাকব না আমি
কে আসবে তখন
অপ্রয়োজনখানি মিটাতে?
STAI LEGGENDO
যাওয়া
Poesiaকোনো স্বপ্নে হারিয়ে যাওয়া বা চিরকালের মত চলে যাওয়া, দুটো আলাদা বিষয় হলেও এদের মধ্যে একটি শব্দের মিল রয়েছে, তা হল "যাওয়া"।