যাওয়া

11 3 0
                                    


আমি চলে গেলে

মনে কি পরবে তোমার

আমার প্রয়োজনটুকু?

আমার হাঁটা, আমার চলা,

আমার সীমাহীন ভালোবাসা,

আমার সবকিছু?


কাজে-অকাজে

আমি ছিলাম তোমার পাশে,

দূরে ঠেলে দেইনি কখনও।

অপ্রয়োজনে যখন

ডাকতে আমায়,

না বলেছি কি কখনও?


আজ আমি যদি যাই চলে

তোমায় ছেড়ে, বহুদুরে,

একা একা পারবে কি চলতে?

অপ্রয়োজনেও যখন থাকব না আমি

কে আসবে তখন

অপ্রয়োজনখানি মিটাতে?

যাওয়াDove le storie prendono vita. Scoprilo ora