১৭ই এপ্রিল, ১৯৭৫
১৯৭২ সালের কথা। আমি তখন ইন্টার 2nd year এ পড়ি। কিছু দিন আগেই দেশ বিজয় অর্জন করেছে। সবাই বিজয়ের খুশিতে মেতে আছে। কিন্তু... জানিনা কেন, কেন জানি আমার লাগছিল এই বিজয় এ আমি আগেও সামিল ছিলাম। এর পর থেকে এমন অনেক ঘটনাই, যদি না সব ঘটনাই আগেও হয়েছে লাগতে লাগলো। এ বিষয়টা আমি Deja Vu ভেবে উড়িয়ে দিতাম। কিন্তু, আমার মনে হয় না ৩ বছর যাবত Deja Vu চলতে পারে। বিষয়টা নিয়ে আমি জানারও চেষ্টা করছি। কিন্তু এখন যে ডায়েরিতে লিখছি, এ জিনিসটায় এখনও ঐ ভাবটা পাচ্ছি না। যাইহোক, কোনকিছু জানতে পারলে Update লিখতে থাকব। এখন আপাতত এ পর্যন্তই।
১০ই জুন, ১৯৭৫
আমার এই experience টা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে "Peralal Universe" বা "Multiverse" এর theory সম্পর্কে জানতে পারলাম। Theory টা আমাদের দেশে তেমন একটা পরিচিত না হলেও, Western দেশগুলোতে এর বিশ্বাসি বেশ কিছু মানুষ পাওয়া যায়। মূলত এই theory অনুযায়ী, আমাদের বিশ্বের মত এমন হাজার হাজার বিশ্ব রয়েছে। যাদের প্রত্যেকটাই সামান্য একে অপরের থেকে আলাদা। অনেকে এমনও দাবি করে যে তারা অন্য এক Multiverse থেকে এই Universe এ এসেছে। জানিনা আমার ক্ষেত্রে বিষয়টা কি।
১৬ই নভেম্বর, ১৯৭৫
জানিনা কি হচ্ছে, হঠাৎ সব কিছু কেমন.. কেমন একটা লাগছে। সারাক্ষণ মনে হচ্ছে যেন কিছু একটা ঠিক নেই, কিছু তো খারাপ হবেই। হ্যাঁ জানি, শুনে হয়তো লাগছে আমার আগের কথার সাথে এখনের কথার কোনো মিল নেই। কিন্তু আমার জোরদার ভাবে লাগছে যেন এই দুটা বিষয় একে অপরের সাথে সম্পর্কিত।
১৮ই নভেম্বর, ১৯৭৫
প্রতি মূহুর্তেই লাগছে কেউ যেন আমার উপর নজর রেখে আছে। ভিষণ ভয় ভয় লাগছে। জানি না কি হবে।
১৯ই নভেম্বর, ১৯৭৫
আমি কোথায় আমি জানি না। কয়েক জন লোক, সম্ভাবত kidnapper আমাকে পাহারা দিচ্ছিল। বোকামি লাগলেও, এখন ওদের নজর এড়িয়ে যতটুকু সম্ভব লিখছি। হয়তো এর পরে আর লিখতে পারব না। বেঁচে ফিরতে পারব নাকি সন্দেহ। অনুরোধ রইলো কেউ ডায়েরিটি খুঁজে পেলে যেন সাহায্যে আসেন।
BINABASA MO ANG
নিরুদ্দেশি
Mystery / Thrillerডায়েরিটি ২০শতকের একটি কলেজ ছাত্র, অনিন্দোর। সে এখানে তার সাথে হওয়া বিগত কয়েক বছরের একটি unexplainable experience নিয়ে লিখতে শুরু করে। যা তার মৃত্যুর পর একই রহস্যে আটকে থাকা আরো একজনের কাছে পৌঁছায়, যে হলো য়াবি। তারপর আইনিনের কাছে। কিন্তু আইনের মৃত্যু...