"খুব শান্তিতে ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হলো কে জানি আমার মুখে পানি ছিটিয়ে দিছে। আমি আস্তে আস্তে চোখ খুললাম আর দেখলাম আম্মু খুব রাগান্বিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম"
"কি হয়েছে আম্মু এত সকাল বেলা কেন ডাকতেছো"
আম্মুঃ এত সকাল কই দেখোস তুই এখন ১০ টা বাযে।
"কিহহ ১০ টা বাজে" চোখ বড় বড় করে।
আম্মুঃ হুম আর ভুলে গেলি আজ আমরা তোর নানু বাসায় যাচ্ছি।
"নানু বাড়ি!? ও-ওহ মনে পড়েছে। এই বলে আমি দৌড়ে চলে যাই ওয়াশরুমে।
আম্মুঃ আরে আস্তে আস্তে যা
[আমি ফারিয়া এইবার ভারসিটির ৩য় বরশে পড়ি। দেখতে খারাপ না ভালই। গায়ের রং ফরসা। চোখ দুটো একটু বড় বড়। হিহি। একটু বেশিই বলে ফেলছি। আমার বাবা নেই। তিন বছর আগে বাবা মারা গিয়েছে। এখন আমার পরিবারে আমি, ভাইয়া,আর আম্মুই আছি। তারাই আমার সব। ভাইয়া একটা প্রাইভেট অফিসে চাকরি করে]
গল্পে ফিরা যাক
ফারিয়াঃ আম্মু আমি না গেলে কি হয় না?আম্মুঃ কেন তুই যাবি না কেন।
ফারিয়াঃ আ-আরে সামনে পরিক্ষা না ত-তাই
আম্মুঃ এইবার আর কোন কথা হবে না। তোর কি কিছুর খেয়াল আছে গত ৪ বছর ধরে তুই তোর নানু বাড়ি যাস না!
ফারিয়াঃ হ্যা কারণ তুমি যখন যাও তখন আমার পড়া লেখার অনেক চাপ থাকে!
আম্মুঃ জানি জানি কত চাপ থাকে এখন চুপচাপ খা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে।
আমি আর কিছু না বলে খাওয়া শুরু করি। এখন খাওয়া দাওয়া শেষে ঘরে এসে বিছানায় বসে কিছু একটা নিয়ে গভির চিন্তা করছি। ঠিক তখনি আমার মোবাইল এ কোল আসে।
নিশিতা কোল দিসে
[নিশিতা হচ্ছে আমার বড় মামার মেয়ে সাথে ও আমার বেস্ট ফ্রেন্ড আমরা একসাথেই পড়াশনা করি। নিশিতা আর আমি এক প্রকৃতির মানুষ আমরা কথা বলতে এবং খেতে খুব পছন্দ করি। কিন্তু আমরা মোটা হই না। এটা নিয়ে সবাই আমাদের খুব খেপায়] 😂
YOU ARE READING
লুকিয়ে রাখা অনুভূতি | K.TH |
Fanfictionকিছু না বলা অনুভূতি যা ৪ বছর আগে লুকিয়ে রাখা হয় কিন্তু ৪ বছর ধরে জমানো অনুভূতি যখন আর কোন কিছুর বাধ মানে না প্রকাশ পায় সবার সামনে . . কি হবে এই জমানো অনুভূতি গুলোর তারা কি নিজের আপন জায়গায় থাকতে পারবে। নাকি নিয়তির কাছে তারা হার মানবে?