কিছুক্ষণ পর //ফারিয়াঃ আম্মু ভাইয়া কখন আসবে?
আম্মুঃ ফাহিম তো বলেছে একটু পরই চলে আসবে! জানিনা এখন আসছে না কেন?
ফারিয়াঃ ভাইয়াটাও না!!
আমি আর আম্মু চুপ করে বসেই ছিলাম তখনি দরজার কলিং বেল বেযে ওঠে
ফারিয়াঃ মনে হয় ভাইয়া এসেছে আমি যাই দরজা খুলি। এর পর আমি যেয়ে দরজার খুললাম আর ভাইয়া ভেতরে আসলো।
ফাহিমঃ একি তোমরা এখন লাঞ্চ করো নাই? *ভ্রু কুচকে তাকিয়ে*
আম্মুঃ তোকে ছাড়া কিভাবে খাব বল
ফারিয়াঃ হুম তুমি তো আসার নামই নিচ্ছিলে না
ফাহিমঃ আচ্ছা আমি তাহলে ফ্রেশ হয়ে আসি
আম্মুঃ যা
দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই গাড়ির ভেতর। জানালা একটু খুলা হালকা হালকা বাতাস আসছে। আমি কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে আছি। ভাইয়া ড্রাইভ করছে আর আম্মু আমার পাশে বসে আছে।
একটু পর যেতেই আমি অনুভব করলাম কেউ আমাকে ঝাকুনি দিচ্ছে চোখ খুলে দেখলাম আম্মু। বাইরে তাকিয়ে দেখি খুব জরে বৃষ্টি হচ্ছে আকাশটা হালকা হালকা কালো হয়ে আছে। যাহ বাবা একটু আগে তো কি সুন্দর আবহাওয়া ছিল।
আম্মুঃ এই ফারিয়া ওঠ আমরা এসে পরেছি
ফারিয়াঃ এত তাড়াতাড়ি গ্রামে চলে এলাম *অবাক হয়ে*
ফাহিমঃ এত তাড়াতাড়ি কই দেখোছ নিজে তো ঘুমাই ছিলি তাই বুঝছ নাই!
ফারিয়াঃ তুমি তো জানোই গাড়িতে উঠলে আমার ঘুম চলে আসে
ফাহিমঃ তা তো আসবই
আম্মুঃ আচ্ছা এইবার থাম এখন এইটা ভাব আমরা বাড়ির ভিতর কিভাবে প্রবেশ করব কত বৃষ্টি হচ্ছে *চিন্তিত হয়ে*
ফারিয়াঃ এই ভাইয়া ছাতা বের কর
ফাহিমঃ হো ছাতা তো আমি আমার সাথে নিয়া ঘুরি
ফারিয়াঃ তাহলে বাড়ির ভিতর যাব কেমনে?
ফাহিমঃ কেমনে আবার গাড়ি থিকা নাইমা সোজা একটা দৌড় দে
YOU ARE READING
লুকিয়ে রাখা অনুভূতি | K.TH |
Fanfictionকিছু না বলা অনুভূতি যা ৪ বছর আগে লুকিয়ে রাখা হয় কিন্তু ৪ বছর ধরে জমানো অনুভূতি যখন আর কোন কিছুর বাধ মানে না প্রকাশ পায় সবার সামনে . . কি হবে এই জমানো অনুভূতি গুলোর তারা কি নিজের আপন জায়গায় থাকতে পারবে। নাকি নিয়তির কাছে তারা হার মানবে?