*My POV*
শান্তি মত ঘুমাচ্ছিলাম হঠাৎ সূর্যের কিরণ আমার মুখে পরায় ঘুমটা নষ্ট হয়ে গেল। এমনেই ভোরের সময় একটু চোখ লেগেছিল। আর এছাড়া তো সারা রাত জেগেই ছিলাম। চোখে মুখে ঘুমের ছাপ ও ছিল নাহ!আমি বিছানা থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। নিশিতা তো অনেক আগেই উঠে গেছে। মেয়েটা সব কিছুতেই এ্যাক্টিভ। যাই হোক আমি তাড়াতাড়ি নিচে যাই নাহলে মা আবার আমাকে বকতে শুরু করবে দেরিতে উঠার জন্য! কারণ আজ তানজিনা আপুর বিয়ের শপিং করতে যেতে হবে
নিচে আসতেই ডাইনিং টেবিলে দুটো পরিচিত মুখ দেখতে পেলাম। সাইড থেকে ভালো করে বোঝা জাচ্ছে না একটু কাছেই গিয়ে দেখি ইশান আর মাহি!
আমিঃ কিরে তোরা কখন এলি? *ভ্রু কুচকে তাকিয়ে*
ইশানঃ তুমি যখন গভির ঘুমে ছিলে তখন *হেসে*
আমিঃ -_-
মাহিঃ আপি আসো আমাদের সাথে সকালের নাস্তাটা শেরে ফেল *মুচকি হাসি দিয়ে*
আমিঃ আচ্ছা!!
আমি যেই না মাহির পাশে বসতে যাব ঠিক তখনি শ্রাবণ ভাইয়া এসে ওইখানে বসে পরে।
আমিঃ ভাইয়া এইখানে তো আমি বসবো
শ্রাবণঃ কেন এইখানে তোর নাম লিখা আছে,, যাহ ওই সামনের চেয়ারে বস
আমি কোন উপায় না পেয়ে সামনের চেয়ারে বসে পড়লাম। আমি বসে পরার সাথে সাথেই সায়ান ভাইয়া এসে আমার পাশে বসলো!
ইশানঃ একি ভাইয়া তোমরা কেউ কি এখনো খাও নাই?
সায়ানঃ বাকি সবাই খেয়েছে শুধু আমি আর শ্রাবণ বাকি ছিলাম
মাহিঃ ফারিয়া আপি ও আছে
সায়ানঃ ও তো সব সময় সব কিছুরে পিছে পরে
সায়ান ভাইয়া এই কথা বলা মাত্রই আমি তার দিকে তাকাই
সায়ানঃ এমন করে কি দেখছিস চুপচাপ খা
আমি আর কোন কথা না বারিয়ে খেতে লাগলাম। কিন্তু খাওয়া যে আমার গলা দিয়ে নামছে না। এই ভাইয়াকে আমি বুঝি না মাঝে মাঝে। এইতো কালকেউ তো ঠিক ছিল হঠাৎ যে কি হয়। শুধু আমাকে খোচা মেরে কথা বলে!!
.
.
.
আশফিকঃ না মানে তোদের মেয়ে গুলার কি আজকে আর রেডি হওয়া হবে না? *বিরক্তিকর চেহারা করে*
YOU ARE READING
লুকিয়ে রাখা অনুভূতি | K.TH |
Fanfictionকিছু না বলা অনুভূতি যা ৪ বছর আগে লুকিয়ে রাখা হয় কিন্তু ৪ বছর ধরে জমানো অনুভূতি যখন আর কোন কিছুর বাধ মানে না প্রকাশ পায় সবার সামনে . . কি হবে এই জমানো অনুভূতি গুলোর তারা কি নিজের আপন জায়গায় থাকতে পারবে। নাকি নিয়তির কাছে তারা হার মানবে?