আমাকে ক্ষমা করে দাও jungkook আমি তোমাকে আর কখনো কোনো কষ্ট দেব না taehyung তার চোখে পানি নিয়ে বলে।
আমি তোমাকে ক্ষমা করে দেব। যদি তুমি আমার সেই দুই অনাগত সন্তানদের ফিরত দিতে পরো যাদের আমি তোমার জন্য হারিয়েছি jungkook taehyung এর দিকে না দেখে বলে।...
সবাই আজ RM এর বাড়িতে ছিল, RM তার নতুন কোম্পানি খোলার জন্য পার্টি দিয়েছিল। jin Rm কে taehyung এর সঙ্গে পরিচয় করিয়ে দেয় কারণ taehyung তাদের নতুন বন্ধু হিসেবে। তারপরে সবাই একেঅপরের সঙ্গে কথা বলাতে ব্যস্ত হয়ে গিয়ে ছিল আর taehyung যে অনেক বেশি বোরিং অনুভব করছিল তাই taehyung বারকাউন্টারে গিয়ে সব থেকে শক্তিশালী একোহল নিয়ে পান করতে থাকে , jungkook যে দূরের থেকে সবকিছু দেখ ছিল। Jungkook কিছুক্ষণ পরে taehyung এর কাছে গিয়ে বসে পড়ে। তখন jungkook কে দেখে একটু হাসে।
jungkook তুমি জানো আমি এই পার্টিতে কতো বেশি বোরিং অনুভব করছিলাম, তুমি কোথায় ছিলে, তুমি আমার সঙ্গে থাকলে আমি তোমার সঙ্গে কথা বলতে পরতাম taehyung jungkook কের কাছে অভিযোগ করে বলে।
আমি এখন এখানে আছি তো আর তোমাকে অভিযোগ করতে হবে না jungkook taehyung এর দিকে তাকিয়ে একটা খরগোশ হাসি দিয়ে বলে
Jungkook যে taehyung কে কোম্পানি দিতে থাকে, আর taehyung যে লাগাতার এলকোহল পান করতে থাকে । প্রায় রাত ১২ টা বেজে এসেছিল সবাই ধীরে ধীরে চলে গিয়েছিল এখন বার কাউন্টারে সুধু taehyung এবং jungkook ছিল taehyung ও মাতাল হয়ে গিয়েছিল তাই jungkook taehyung কে নিয়ে তার রুমের দিকে যেতে থাকে। jungkook taehyung তার নিজের রুমে নিয়ে গিয়ে taehyung কে তার বিছানায় শুয়ে দেয় । তার পরে jungkook নিজেও taehyung এর পাশে শুয়ে পরে এটা ছিল jungkook এর জীবনের সব থেকে বড় ভুল। taehyung পরের মুহূর্তে jungkook এর উপরে চলে আসে এবং jungkook এর সার্ট সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে। তখন jungkook যে taehyung কে এই ভাবে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়।
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
taehyung তুমি এসব কি করছো, এখনি বন্ধ করো তুমি আমাকে ভয় দেখাচ্ছো, আমার উপর থেকে ওঠো jungkook যে একটু ভয়ে ভয়ে বলে