অলীক কল্পনায়

25 1 0
                                    

21st April 2023
অনুপ কুমার পাত্র

বর যাত্রীতে গিয়ে প্রথম দেখা,
কথা হলো অনেক
জানা হলো অনেক,
ভেবেছিলাম,  কনে যাত্রী হয়ে
আসবে তুমি,
কথা হবে আরও
ঘনিষ্ঠ হব আরও একটু
আমার বাড়ি দেখে যাবে ....

ঠিক যে পথে তুমি আসবে
দাঁড়িয়ে রইলাম,
অপেক্ষা করলাম অনেকক্ষন,
হয়ত সে পথ দিয়েই চলে গেছ
আমার চোখকে ফাঁকি দিয়ে,
তাই
কনে যাত্রীর ভিড়ে খুঁজলাম অনেক ......
দেখলাম তুমি নেই ......!

এরপর আরো অপেক্ষা !
ফের যদি দেখা হয়
রাস্তায়,  হাটে - বাজারে, শপিং মলে কিংবা
আমাদের সতীপিঠ মন্দিরের অঙ্গনে.....
যেখানে তুমি আসো বলেছ
কখনো !

আমি সেই আশায় থাকি !
তুমি আসবে কবে ?
আকাশের দিকে চেয়ে
আরও ঘনিষ্ঠ হওয়ার
ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখি ......
******

কবিতার ঝর্ণা(2য় ভাগ)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ