21st July 2023
অনুপ কুমার পাত্রআমরা শুধু এখন বুড়ো বুড়ি দুজন ঘরে,
জীবনে আর কোন ব্যস্ততা নেই
ব্যস্ত নই ছেলে মেয়ের জন্য,
ওরা
স্কুল কলেজের পাঠ শেষ করে
কর্মস্থল আর নিজের সংসারের কর্মযজ্ঞে
অবতীর্ণ,
সকলেই চলেছে নিজ নিজ ছন্দে,
আমি বিকলাঙ্গ, একটা পা নিয়ে গেছে
অভিশপ্ত ট্রাম দুর্ঘটনা,
আমি এখন বসে থাকি
অপেক্ষা করি
কে কখন ফোন করবে!
কি খবর আসবে!?এতে আমার কোন দুঃখ নেই
মান নেই অভিমান নেই
নেই কোন ক্ষোভ!
এটাই জীবন!
জীবনের স্রোতে যে যেখানে আটকে পড়ে
সেটাকে অতিক্রম করা তার জীবনের
মূল লক্ষ্য হয়!দুরন্ত স্রোতের মধ্যে যখন
জুড়ে যায় কিছু জরাজীর্ণ জীবন !
সে জীর্ণতার মধ্যে স্রোতকে আটকে রাখা
নীতি বিরুদ্ধ বলে মনে হয়!
নদী গিয়ে মিশে যাক সাগরে,
এটাই নদীর লক্ষ্য!
আমি বলব,
ওরা এগিয়ে চলুক!
এগিয়ে চলুক!
এগিয়ে চলুক!
*****