উদভ্রান্ত মন

9 0 0
                                    

7th May 2023
অনুপ কুমার পাত্র

উদভ্রান্ত মন একদিন
ডানা মেলে উড়ে গিয়ে বসলো
তোমার উঠোনের তুলসী মন্দিরের
বেদীতে,
তখন তুমি চুল ঝাড়ছিলে
বারান্দার সোনালী রোদে পিঠ মিলে
গামছা দিয়ে,
চুলের আতর মাখা বিক্ষিপ্ত জলকনা
কুয়াশা হয়ে এসে যেন
সারা গায়ে
স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছিল,
আর
বেশ লাগছিল
তোমার আঙ্গুরের মতো
টসটসে মসৃণ মুখখানা,
মন, স্থির রাখতে পারলনা নিজেকে,
ব্যাকুলতায় বাসনা হল
তোমার সাথে
অনেক কথা বলার,
উড়ে গিয়ে দাঁড়ালো তোমার মুখোমুখি,
জিজ্ঞেস করল
কেমন আছ ?  ভালো তো ?
তখন তুমি হাসলে
আর বললে,
তুমি আমাকে এত ভালোবাসো ? চলে এলে !
আমাকে সেজেগুজে
বাইরে বেরুবার সময়ও দিলে না !?
মন একটু রঙিন হলো,
বলল,
আমি তোমাকে ভালোবাসতে চাই !
তুমি বললে,
এই কথা ! এর জন্য এতদূর উড়ে এসেছ ?
এই পৃথিবীর বুক এখনই
তোমার জন্য খুলে দিলাম,
ঝাঁপিয়ে পড়ো !
সাথেসাথে
উদভ্রান্ত মন তোমার নরম শরীরে লীন হয়ে গেল !
*****

কবিতার ঝর্ণা(2য় ভাগ)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ