স্বপ্ন

2 0 0
                                    

ঘুমিয়ে আছি,স্বপ্ন দেখছি
হ্ঠাৎ ভেঙ্গে গেছে তা অনুভব করছি
এই স্বপ্ন ভাঙন কে স্বপ্ন ভাঙ্গা বলা হলে,
জীবন্ত মানুষের স্বপ্ন ভাঙ্গা কে কি বলা চলে?
নাকি শুধু যা ঘুমিয়ে দেখি তাকেই স্বপ্ন বলে?

দিন বলে স্বপ্ন দেখে দেখে বেঁচে থেকে কি লাভ
বাস্তবতায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে কত অভাব
রাত বলে স্বপ্ন দেখে বেঁচে থাকো
কারণ আমার যে আছে স্বপ্ন ভাঙনের স্বভাব।

ঘাসের মাঝে জমিয়ে আছে বৃষ্টির নির্জাস নিহত কণা
খালে-বিলে সাঁতরাতে থাকা হাঁসগুলোর মতোই আনমনা
আমার স্বপ্ন গুলো,
যা কবার গেছে হারিয়ে তা আমার নিতান্তই অজানা।

নিজ বাড়ি থেকে বহুদূরে
বৃষ্টির সুরে সুরে
আমার এই মনও ঘুরে
রেখেছি স্বপ্ন গুলো সাজিয়ে পরে।

বৃষ্টির কবিতা-আবরার রোমেলWhere stories live. Discover now