অশনি সংকেত

2 0 0
                                    

যে দিন রাত বৃষ্টিতে কেটে যায়
সে দিনের যাত্রীরা করছে মেধাক্ষয়
কেউ যে নেই দেওয়ার মতো অভয়
অক্ষরে অক্ষরে তৈরি হচ্ছে ব্যর্থতার সংশয়।

দ্বারের সামনে দেখা সেই অশনী সংকেত
নিরব নিদ্রাহীন বিকেল বেলার বলয়ে
কিংকর্তব্যবিমূঢ় স্বপ্নের ঘেরা
সাড়া দেয় না এই দুঃসময়ে।

আমি হারিয়ে ফেলেছি লোকালয়
আলো দেখাও আমায়,
ঘুরি অন্ধকার জগতে।
ছোট্ট মগজ আমার
মাঝে মাঝে মনে পড়ে কাউকে
খবর কিংবা সংবাদে।

বৃষ্টির কবিতা-আবরার রোমেলWhere stories live. Discover now