আমার ভাবনা

3 0 0
                                    

কোলাহল,বড়োই কোলাহল স্রোতে
কিন্তু আমার ভাবনায় আমি স্রোতের বিপরীতে
আমার চিন্তা নেই কারো কোনো হার-জিতে
সারি সারি মানুষের ভীড় এই বর্ষায়
আমি একাই গিয়েছি শীতে
আমার কোনো নেশা কিংবা পেশা নয়
ইহা আমার দ্বারা হয়ে যায় এমনিতেই।

আমি যে রাস্তায় হাঁটি ,যেথায় বাঁধি ঘাঁটি
সেথা বড়ই নির্জন,থাকে সব পরিপাটি
যে রাস্তায় মানুষের হাঁকডাকে ভোর হয়
তার বিপরীত রাস্তায় আমার গলার স্বর বয়
যেখানে মানুষের চলাফেরা
আমার ভাবনায় বিপরীতেই তাতে সেরা।

যেখানে মানুষের শহুরে জীবন নিয়ে ক্লান্ত
গাছের বাতাসে আমি নিজেকে করে যায় প্রশান্ত
যেখানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত
আমার ভাবনায় আমি আগে থেকেই একাকিত্বে অভ্যস্ত।

যেখানে মানুষ গাছ কেটে বানায় পত্র
দিনে দিনে গড়ে তোলে নতুন নতুন গোত্র
আমার ভাবনায় আমি তাদের উপর বড়ই বিরক্ত
তাদের জন্য আমার এই মন বড়ই শক্ত।

বৃষ্টির কবিতা-আবরার রোমেলWhere stories live. Discover now