কিছুক্ষণ পরে জাংকুক সরে গেলো, নিজেকে সামলিয়ে প্রীলিনাকে বলল, "তুমি পায়েস টুকু খেয়ে নাও আর পরে রেডি হয়ে নিও, আমি গেস্ট রুমে আছি | প্রীলিনা চুপচাপ পায়েস খেয়ে নিজের রুমে চলে গেল রেডি হতে | রুমে ঢুকে দরজা লাগিয়েই সে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল, তার মনে আজ অনেক আনন্দ ! সে অনেক কিছু ভাবছে আর মনে মনে হাসছে ! হঠাৎ দরজায় জাংকুক নক দিল, প্রীলিনা দরজা খুলল আর বলল, "কিছু কি হয়েছে?"
জাংকুক : নাহ, তোমাকে একটা কথা বলতে এসেছি |
প্রীলিনা : হুম, বলো !!
জাংকুক : আমি শুনেছি বাংলাদেশী মেয়েরা শাড়ি পড়ে | তোমার কোনো কালো কালারের শাড়ি থাকলে ওটা পরো |
প্রীলিনা : (মুচকি হেসে) ঠিক আছে !
জাংকুক চলে গেলে সে আবার দরজা লাগিয়ে দেয় | সে আজ ভীষণ খুশি ! অবশ্য খুশি হবারই কথা, কারণ তার ভালোবাসার মানুষ তারই ঘরে, তারই সাথে ! তো প্রীলিনা অনেক সুন্দর করে রেডি হয়ে নিল | সে দেখতে এমনিতেই অসম্ভব সুন্দরী, এর উপর কালো শাড়ি, একটু মেকআপ , উফফ ! প্রীলিনা আয়নায় নিজেকে দেখল, আজ তার নিজেকে নিজের কাছেই অনেক সুন্দর লাগছে | তো সে রেডি হয়ে রুম থেকে বাইরে এলো | দেখল যে জাংকুক কোরিয়ান ছেলেদের মতোই ড্রেস আপ করে ড্রয়িং রুমে একটা সোফায় বসে ম্যাগাজিন পড়ছে | প্রীলিনা জাংকুকের সামনে যেতেই সে প্রীলিনার দিকে তাকালো | সে প্রীলিনার রূপে অভিভূত, অপলক দৃষ্টিতে চেয়েই রইল জাংকুক !
প্রীলিনা হালকা কাশলো আর বলল, "তুমি কি রেডি?"
জাংকুক : আমি তো রেডি | কিন্তু আমি আশা করছিলাম তুমি এসে আমায় জিজ্ঞাসা করবে যে তোমায় কেমন লাগছে | (প্রীলিনা একটু লজ্জা পেল)
জাংকুক : By the way, You're looking like a fairy, even more than a fairy !
প্রীলিনা : Thank you ! And you're also looking so ravishing !
জাংকুক : I'm always ravishing in your eyes, aren't I?
প্রীলিনা : (লজ্জা পেয়ে) Yes, you're..!!
জাংকুক : চলো, এবার বের হওয়া যাক !
প্রীলিনা : হুম, চলো |
YOU ARE READING
He Was Here
Fanfictionযখন ঘুম থেকে উঠে দেখলে যে তোমার প্রিয় আইডল তোমারই বিছানায় তোমারই পাশে বসে আছে যার সাথে তুমি তোমার মনের গহীনে বেঁধে রেখেছো অজস্র স্বপ্ন |