বর্ষার অপেক্ষায়

254 17 7
                                    


=>অনেক দিন অপেক্ষা করেছিলাম। আজ আসলে?


=>চিনতে পেরেছো আমায়? আমি সেই গ্রীষ্মকাল, যার অপেক্ষায় ছিলে তুমি এতোদিন।

বলতে, আর সকালে উঠে পারছি না।চলে এসো তাড়াতাড়ি।

আমি আসলে কখনও যাই-ই নি।


=> তবে সেই কনকনে শীতের সকালে লেপ-তোশকের বাঁধা পেরিয়ে যে ঘন কুয়াশার চাদরকে জড়িয়ে ধরতাম, কই সেখানে তো তুমি ছিলে না।

=>ছিলাম তো। যখন কুয়াশার চাদর ছাড়িয়ে ভিজে ঘাসের উপর শিশিরের বিন্দু মুক্তোর মতো জ্বলজ্বল করতো, আমি সেখানেই থাকতাম।


=>তবে তোমার আসায় আমি খুশি নই। একলা এলে কেন? বর্ষাকে সাথে নিয়ে আসতে...

=>তবে তার সাথেই কথা বল। যদি সে তোমার কথা শোনে।

=>কী গো, অনেক মনে পড়ছে আমায়?

=>নয়তো কি। সেই কবে তোমাকে শেষ দেখেছি। কোথায় যেন হারিয়ে গেলে। শুধু প্রতিদিন মনে হয় তুমি আসবে।


=>কিন্তু নাহ্। তোমার কোনো দেখা নেই। চলেই আসো না একদিন। গ্রীষ্মের সাথে।

সবাই মিলে খুব মজা করব।

=>কী মজা করবে তুমি? আমার জল তো কখনও তোমাকে স্পর্শও করে না। তবে কী করবে তুমি আমি আসলে?

=>কী আর করব। শুধু একটু শান্তির পরশ অনুভব করতে চেয়েছিলাম। তা নাই বা আসলে। তবু অপেক্ষায় থাকব...

বর্ষার অপেক্ষায়Dove le storie prendono vita. Scoprilo ora