নাগরিক প্রহসন

41 5 5
                                    

চিৎকার নেই কোনো
নেই কোনো সাবলীল কথা
বিছানা বালিশে মুখ চেপে
আছে শুধু গুমরোতে থাকা

দূরের একদিনের স্বপ্ন
সপ্ন চোখের অরব অনলে
রাত কাটে কাঁচের জানলায়
সপ্ন কাটে গালের নোনা জলে
                                                 

বালিশ পড়ে থাকে শিশুর মত
ভোরের আলো জড়ায় বুড়োগাছে
গত রাত্রের জমে থাকা পাপ
দলা পাকিয়ে ওঠে গলার কাছে

জীবন ভর অস্তিত্বের লড়াই
লড়াই কেবল নিজের সাথে
চেনা মুখে যখন না চেনার ভান
মৃত্যু তখনই  ঘটে অপঘাতে...

নাগরিক প্রহসনDove le storie prendono vita. Scoprilo ora