গল্প-১ঃ তামাশা

219 10 6
                                    

" আপনারা জানেন কিছুদিন আগে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। মালেশিয়ার এক বিমান যাত্রী যাত্রার ঠিক আগে তাদের প্লেনের ছবি ফেসবুকে পোস্ট করে বলেছিলেন 'কেমন হবে যদি এই বিমানটা হারিয়ে যায়?' ঠিক সেটাই ঘটেছিল। মালেশিয়ার সেই বিমানটা হারিয়ে গিয়েছিল। আজ নিখোজ হও...

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

" আপনারা জানেন কিছুদিন আগে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। মালেশিয়ার এক বিমান যাত্রী যাত্রার ঠিক আগে তাদের প্লেনের ছবি ফেসবুকে পোস্ট করে বলেছিলেন 'কেমন হবে যদি এই বিমানটা হারিয়ে যায়?' ঠিক সেটাই ঘটেছিল। মালেশিয়ার সেই বিমানটা হারিয়ে গিয়েছিল। আজ নিখোজ হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও সেই বিমানটার কোন খোজ পাওয়া যায়নি। জানা যায়নি বিমানটি বা তার যাত্রীদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল।

এই ঘটনার কয়েকমাস পর ঠিক একই ঘটনা ঘটল বাংলাদেশে। যমুনা নদীর বুক চিরে চলা এক লঞ্চ থেকে শাহরিয়ার নামক জনৈক যাত্রী লঞ্চের ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, 'কেমন হবে যদি আমাদের সবাইকে নিয়ে লঞ্চটা এই অথই জলরাশির বুকে হারিয়ে যায়?'।

ঠিক সেটাই হয়েছে। কয়েকশ যাত্রী বোঝাই লঞ্চটির যমুনার বুকে সলিল সমাধি ঘটেছে। অল্প কিছু যাত্রী সাতরে নদী পার হতে সমর্থ হলেও আর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীদের তৎপরতায় কিছু যাত্রীকে উদ্ধার করা গেলেও এখন নিখোজ রয়েছেন শতাধিক যাত্রী, যাদের মধ্যে ফেসবুকে ছবি পোস্ট করা শাহরিয়ারও একজন।

ক্যামেরাম্যান মকবুলের সাথে আবুল হাসান,বাবুল টিভি।"

নদীর পাড়ে দাড়িয়ে আছি, যমুনার পাড়ে। আমার সাথে আছেন মহসিন ভাই, শাহরিয়ারের কাজিন।হ্যা, ঠিকই ধরেছেন। রিপোর্টার আবুল যে শাহরিয়ারের কথা বলছিলেন আমরা এসেছি সেই শাহরিয়ারকে খুজতে।

"ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? কেন এমন হচ্ছে? কেউ একজন পোস্ট করেন যদি হারিয়ে যাই আর সাথে সাথে তারা হারিয়ে যাচ্ছেন। শুরুটা হয়েছিল মালেয়শিয়ার বিমানের সেই রহস্যময় অন্তর্ধান দিয়া। আর বাংলাদেশে এই ঘটনা ঘটল দ্বিতীয়বারের মত।

ছোটগল্প সমগ্রDonde viven las historias. Descúbrelo ahora