মা আমি কলেজে যাচ্ছি। দাড়া খেয়ে যা। না মা আজ কলেজের প্রথম দিন। আসছি। মেয়েটি হল দিতি। সবেমাত্র কলেজে পা দিয়েছে। বয়স কতই বা হবে ১৮ বা ২০।
দিতি কি কলেজে চলে গেছে মনিষা?? হ্যা। আচ্ছা আমাকে এক কাপ চা করে দাও তো। ইনি হলেন দিতির বাবা । মানুষটা সরকারি চাকুরী করেন। নাম হল উনার আফজাল খান।
দিতি প্রথম কলেজে এল। এক্সকিউজ মে আপু ইংলিশ ডিপার্টমেন্ট টা কোথাই ?? হ্যা অইদিকে।
আবির দাড়া কথা আছে। আবির হল ইংলিশ ডিপার্টমেন্ট এর ছাত্র।
![](https://img.wattpad.com/cover/104338426-288-k977973.jpg)