প্রথম কথা বলা

203 4 0
                                    

মা, আজকে আমাকে তাড়াতাড়ি কলেজ যেতে হবে। আজ একটা ক্লাস টেস্ট আছে। মা তুমি আমার খাবারটা লাঞ্চ বক্স দিয়ে দাও। আমি খেয়ে নিব। মা তাড়াতাড়ি কর। দিতি মা এত তাড়াতাড়ি করতে নেই। বাবা,খেয়ে যাও। লাঞ্চ অও নিয়ে যাও। বাবা না। বস,লক্ষী মেয়ের মত করে খাও।

আবির ঊঠ তোকে কলেজ যেতে হবে। মা, আরেকটু ঘুমাতে দাও না। ঊঠ। হয়েছিস একেবারে তর বাবার মত। আলসে একটা। চল ঊঠ। ফ্রেশ হয়ে নে। আমি নাস্তা টেবিলে রাখছি।

দিতি ট্যাক্সি করে কলেজে রওনা হল। সকাল ১০ টাই এক্সাম। আবিরের আসতে দেরি হয়েছে। আবির এসে দেখল দিতির পিছনে সিট টাই খালি।বসে পরল। এক্সাম পেপার এর দিকে তাকিয়ে বলল, আমি তো জানিনা আজকে এক্সাম। এখন কি হবে। কিচ্ছু পারিনা। কে দেখাবে আচ্ছা সামনের মেয়েটাকে জিজ্ঞেস করব। একবার করেই দেখি না।এই মেয়ে শুননা, এই ধুর কি করে ডাকব হ্যা কলম দিয়ে ডাক দেই। এই মেয়ে শুনছ। কি?? আমি পারিনা আমাকে দেখাও। তা না হলে আমি ফেল করব। কিন্তু কিভাবে দেখাব? তুমি একটু বাকা হয়ে লিখ আমি দেখে লিখে নিব। প্লিজ।

আবিরের কথা রাখতে দিতি ওকে হেল্প করল। এক্সাম শেষ। এই শুন, হ্যা বল।আমি আবির। ও
আমি দিতি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজ যে আমার কি হত। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তুমি আমার বন্ধুই তো। আচ্ছা আসি আমি। বাই আবির। আচ্ছা।

:-)

অপেক্ষা Où les histoires vivent. Découvrez maintenant