দিতি আর আদুরে পাশাপাশি হাটছে। আচ্ছা আদুরে তুই জানিস আমারো মা নেই। আফা তাহলে আপনার আর আমার অবস্থা তো এক হল। আফা আমি কই যাইতেছি?? তুই আমাদের সাথে আমাদের বাড়ি যাবি। আমাদের বাড়িতে থাকবি তুই এখন থেকে। সত্যি আফা। হ্যা আদুরে।☺☺অনেক মজা হইব। আমরা প্রায় বাড়ি এসে গেছি।
টিং টিং। দরজা খোল। এই মাইয়্যা টা কে আফা??ওর নাম আদুরে আজ থেকে আমাদের সাথেই থাকবে। এত বড় বাড়ি। এইখানে শুধু তোমরা ২ জন থাক। হ্যা রে। এখন থেকে তুইও থাকবি। আদুরকে তর ঘরে নিয়ে যা মা। আদুরে আয়।
কি সুন্দর ঘর।আমি এইখানে থাকুম।আদুরে এইভাবে কথা বলতে হয়না তুমি সুন্দর করে কথা বলব।বল আমি এইখানে থাকব। বল।আমি এইখানে থাকব। বাহ। কি সুন্দর। এইবার থেকে এইভাবেই কথা বলবে । হ্যা। আচ্ছা আমার অনেক ক্ষুধা লাগছে। কিছু খাবার দেন। আচ্ছা দিব তার আগে তোকে ভালো করে হাত মুখ ধুতে হবে দাত ব্রাশ করতে হবে। করবি তো?মেয়েটা বলল,আমি তো কখনো দাত ব্রাশ করিনাই।কেমনে করুম?আবার অইভাবে কথা বলছিস আমি শিখিয়ে দিচ্ছি । আয়। আচ্ছা।দিতি পুরোপুরিভাবে আদুরের খেয়াল রাখা শুরু করল। দিতির বাবাও মনে কবে খুশি হল যাক মেয়েটা অনেক ভালো আছে। :-)
আদুরেকে সকালে ঠিক মত খেতে দেওয়া থেকে শুরু করে সব খেয়াল এ রাখে দিতি। :-)
আদুরেকে কথা বলা শিখাচ্ছে তার অভ্যাস পরিবর্তন করছে। সাথে আরো অনেক কিছু। দিতির ও এক নতুন পৃথিবী সৃষ্টি হয়েছে। ☺☺☺☺☺