হাওায়াই মৃত্যু - ৪

21 1 0
                                    


(৪)

সকলেই বসে আছেন কেবল রুদ্র ছাড়া। কাঁকন রানী বসেছেন একটা সিংহাসন মার্কা চেয়ারে।

দরজার কাছে রাখা সোফায় বসে আছেন পুলিশ অফিসার শঙ্কর লাল আর ড. রাজন ইসলাম।

তার বরাবর রাখা আরেকটা সোফায় বসে আছেন উকিল বাবু, তিনি একটা ছোট টেবিল টেনে নিয়ে তার উপর তার হাতের কাগজ গুল রাখলেন। তার পাশে একটা চেয়ারে বসে আছেন প্রমথ সরকার। শুভ বসেছে তার মায়ের সাথে ঘরের পূর্ব কোনে, আর তার বরাবর বিপরীত দিকে রাখা একটা চেয়ারে বসেছেন তাদের পারিবারিক ডাক্তার, ড. ওমর শেখ। আমি বসেছি রুদ্রের পাশে একটা চেয়ারে, আর ও দারিয়ে আছে ঘরের পশ্চিমে। ওর সামনে একটা টেবিলে কিছু কাগজ রাখা। ওমর বাবু একটু তারা দেখাচ্ছিলেন, তার নাকি কাজ আছে।

রুদ্রের হাতের ইশারা পেয়ে বোস বাবু উঠে পড়ল, সামনে রাখা কাগজ থেকে একটা তুলে নিয়ে, পকেট থেকে একটা চশমা বের করে নিয়ে পরে নিলো । কয়েক বার কেশে বলতে লাগলেন, "আমি এখন আপনাদের মৃত তারা সরকার উইল পড়ে শোনাব।" যেই তিনি পড়তে যাবে ঠিক সেই মূর্তেই কাঁকন রানী বাধা দিয়ে বললেন, পুরানো উইল পরার দরকার কি আবার। বোস বাবু কিছু বলার আগেই রুদ্র বলে উঠল দরকার আছে, আর এটা তার নতুন উইল যেটা সে মৃত্যুর দু দিন আগে করিয়েছেন। এবার বোস বাবু পড়তে শুরু করলো।

" আমি মোঃ আবিদ-উদ্দিন তারা সরকার সজ্ঞানে ও স্বইচ্ছায় এই উইল খানা করছি।

আমি আমার সকল ব্যবসা আর বাড়ি তা আমার বড় ছেলে মোঃ আমিছউদ্দিন শুভ সরকার কে দিলাম। তবে তাকে অবশ্যই তার মাতা কাঁকন রানী আর তার ছোট ভাই মোঃ আজিমউদ্দিন প্রমথ সরকার কে এই বাড়িতে থাকতে দিতে হবে এবং তাদের অনুমতি ব্যতিরেকে এই বাড়ি বিক্রয় করতে পারবে না।

আর আমার ছোট ছেলে কে আমার সংগ্রহে থাকা সকল বই ও আমার ঘরে থাকা অন্যান্য সব জিনিস দিলাম ।"

পড়া শেষ হলে প্রমথ, শুভ, কাঁকন রানী সবাই নিয়ে দেখলেন। আমি অবাক হলাম সই টা কি করে কাগজে এলো , পড়ে অবশ্য জেনেছি যে রুদ্র নিজেই সই টা দিয়েছে।

রুদ্রের গোয়েন্দাগিরিWhere stories live. Discover now